TRENDING:

ধোনি –কোহলি , দুই গোলার্ধে , দু‘জনের লড়াই আজ দু‘রকম

Last Updated:

প্রাক্তন বনাম বর্তমান লড়াই ৷ বাইশ গজের এই লড়াইতে মুখোমুখি বিরাট কোহলির আরসিবি ও মহেন্দ্র সিং ধোনির সিএসকে ৷ তথ্য একেবারেই নতুন নয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু:  প্রাক্তন বনাম বর্তমান লড়াই ৷ বাইশ গজের এই লড়াইতে মুখোমুখি বিরাট কোহলির আরসিবি ও মহেন্দ্র সিং ধোনির সিএসকে ৷ তথ্য একেবারেই নতুন নয় ৷
advertisement

তবে এই ম্যাচে যেমন ক্রিকেটীয় লড়াই হবে, তেমনিই নিজেদের সেরাটা দিয়ে লড়বেন দু‘দলের দুই অধিনায়ক ৷ ক্রিকেটীয় দিক বাদেও মনস্তাত্বিক দিকও এই যুদ্ধের একটা বড় অংশ ৷

পাঠকরা বলতেই পারেন এতো প্রতিটা ম্যাচেই হয় নতুন কী আছে , পাশাপাশি আইপিএলেও তো এই লড়াই আগেও হয়েছে ৷ কিন্তু এবারের লড়াইটা আরও বাড়তি মাত্রা পেয়েছে ৷ বিরাট কোহলি ভারত অধিনায়ক হিসেবে একের পর এক সাফল্যের সিঁড়ি পেরিয়ে চলেছেন ৷ ঠিক তেমনিই এও শোনা যায় একদিনের ক্রিকেট চলাকালীন আজও নাকি বিরাটকে সামনে রেখে নেপথ্য নায়ক ধোনিই ৷ স্টাম্প মাইকে ধোনির যে পরিমাণ নির্দেশ শোনা যায় তাতে এই কথা আর শুধুমাত্র জনশ্রুতি নয়, রীতিমতো সত্য ৷

advertisement

এদিকে এবারের আইপিএলে চেন্নাই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এগিয়ে চলেছে ৷ দু‘বছরের নির্বাসন কাটিয়ে আসা ধোনি-র যেন এবার বাড়তি চ্যালেঞ্জ সেরা-র শিরোপা ছিনিয়ে আনার ৷

এদিকে বিরাটের দল এবারেও সেই একই রকম নড়বড়ে পারফরম্যান্স দিচ্ছে আইপিএলে ৷ ভালো নেতা তো সব দল থেকেই পারফরম্যান্স টেনে বার করে আনবেন ৷ তাহলে কেন বিরাট পারছেন না ৷ তাঁর ব্যক্তিগত নৈপুণ্য নিয়ে কোনওদিনই কোনও প্রশ্ন নেই ৷ তবে যিনি টিম ইন্ডিয়ার অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এখনও কেন সেই সাফল্য দেখাতে পারছেন না ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তাই বুধবারের বাইশ গজের লড়াই দুই অধিনায়ককে ফের একবার নতুন ভাবে তাতিয়ে তুলেছে ৷ যা বাড়তি রসদ যোগাচ্ছে ক্রিকেট ফ্যানদের ৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ধোনি –কোহলি , দুই গোলার্ধে , দু‘জনের লড়াই আজ দু‘রকম