TRENDING:

আরসিবি’র নেটে স্থানীয় ‘চায়নাম্যান’, কুলদীপকে সামলাতে বিশেষ প্ল্যান বিরাটদের

Last Updated:

দশবারের আইপিএলে তিনবার রানার্স। তীরে এসে তরী ডুবছে বারবার। কার্স্টেনের হাত ধরেই নতুন শপথ কোহলিদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দশবারের আইপিএলে তিনবার রানার্স। তীরে এসে তরী ডুবেছে বারবার। কার্স্টেনের হাত ধরেই নতুন শপথ কোহলিদের।
advertisement

কুলদীপকে সামলাতে কলকাতায় এসেই স্থানীয় চায়নাম্যান বোলারের খোঁজ। বোলিং কোচ নেহেরাকেও বিশেষ দায়িত্ব। ম্যাকালাম, পার্থিবদের সঙ্গে কথা বলে চাপ কাটানো চেষ্টা কোচের। ১৬ জনের স্কোয়াড রেডি। গতবার ইডেনে ৪৩ অলআউট ভোলেনি আরসিবি। বিরাটের তেজ আর গ্যারির ঠাণ্ডা মাথাই এবার পবন নেগিদের সাফল্যের টোটকা।

আরও পড়ুন-বিরাটের জন্য আলাদা কোনও প্ল্যান নেই, দাবি কালিসের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

কেকেআর-আরসিবি লড়াইয়ের দু’দিন আগে ইডেনে তেমন বারুদের গন্ধ অবশ্য পাওয়া যায় নি। সেটা অবশ্য স্বাভাবিকই ৷ আসল যোদ্ধারাই যে এখনও ময়দানে নামেননি। শুক্রবার সন্ধ্যার পরে কলকাতায় পৌঁছলেন বিরাট কোহলি, এবি ডেভিলিয়ার্স, কোরি অ্যান্ডারসন, কুইন্টন ডি’কক-রা। আজ, শনিবার বিকেলে তাঁরা ইডেনে প্র্যাকটিসে নামার পরেই বোধহয় আসল যুদ্ধক্ষেত্রের চেহারা নেবে ইডেন।

বাংলা খবর/ খবর/খেলা/
আরসিবি’র নেটে স্থানীয় ‘চায়নাম্যান’, কুলদীপকে সামলাতে বিশেষ প্ল্যান বিরাটদের