TRENDING:

কলকাতার ভাগ্যেই ছিঁড়ল শিকে, প্লে অফের দু‘টি ম্যাচ পেল ইডেন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য সুসমাচার ৷ আইপিএলে –র দু‘টি প্লে অফ ম্যাচ খেলা হবে ইডেন গার্ডেন্সে ৷ আগে থেকেই এই গুঞ্জন ছিল, শুক্রবার আইপিএলের গভর্নিং কাউন্সিল এই বিষয়ে সরকারি সিলমোহর দিয়ে দিল ৷
advertisement

আইপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে চেয়ারম্যান রাজীব শুক্লা জানিয়েছেন এলিমিনেটর ও কোয়ালিফায়ার ২ এই দুটি ম্যাচ যথাক্রমে ২৩ ও ২৫ মে খেলা হবে ৷

এর আগে নির্ধারিত ক্রীড়াসূচি অনুযায়ি পুণেতে এই দু‘টি ম্যাচ হওয়ার কথা ছিল ৷ কিন্তু কাবেরী আন্দোলনের জেরে এবার আর চেন্নাইতে নিজেদের মাঠে একটামাত্র ম্যাচ ছাড়া আর ম্যাচ খেলা হয়নি সিএসকে-র ৷ তাদের ঘরের মাঠ হয়েছে পুণে ৷

advertisement

এ ইডেন গার্ডেন্সে দর্শক সংখ্যা ৬৭ হাজার ৷ আর এটার জন্যেই আইপিএলে –র এই দুই মেগা ম্যাচ আয়োজনের দৌড়ে কলকাতাই সামনের সারিতে ছিল ৷ সিএবি-র পক্ষ থেকে যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া জানিয়েছেন এই সুযোগ পাওয়ায় তারা দারুণ খুশি ৷ ম্যাচ যাতে সঠিকভাবে আয়োজন করা যায় তার জন্যে তারা তৈরি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এদিকে কোয়ালিফায়ার ১ ও ফাইনাল খেলা হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৷

বাংলা খবর/ খবর/খেলা/
কলকাতার ভাগ্যেই ছিঁড়ল শিকে, প্লে অফের দু‘টি ম্যাচ পেল ইডেন