TRENDING:

অ্যাভেঞ্জার্স –এ মজে কেকেআর অধিনায়ক,নাইটদের কার কার আছে সুপার পাওয়ার জেনে নিন

Last Updated:

ক্যাপ্টেন আমেরিকা যেরকম সব বিপদ থেকে বাঁচিয়ে দেন এবং সামনের থেকে নেতৃত্ব দেন তা মুগ্ধ করে নাইট অধিনায়ককে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আন্তর্জাতিক বাজার জুড়ে স্ক্রিন মাতাচ্ছে অ্যাভেঞ্জার্স ৷ ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক এই সব নিয়ে জোর চর্চা ৷ পিছিয়ে নেই কেকেআরও ৷ অধিনায়ক দীনেশ কার্তিক রীতিমতো মজে এই সিনেমায় ৷
advertisement

ক্যাপ্টেন আমেরিকা যেরকম সব বিপদ থেকে বাঁচিয়ে দেন এবং সামনের থেকে নেতৃত্ব দেন তা মুগ্ধ করে নাইট অধিনায়ককে ৷ কার্তিকের অকপট স্বীকারোক্তি তিনিও এই দুটি গুণের অধিকারি হতে পারলে খুশি হবেন ৷

শুধু এটুকুই নয়, তিনি আবার বিভিন্ন বিপদ্দজনক পরিস্থিতিতে বিভিন্ন রকমের চরিত্রে পরিণত হতে চেয়েছেন ৷ যদি ডেথ ওভারে কেকেআরের জয়ের জন্য ৩৬ রান প্রয়োজন থাকে তাহলে কী করবেন প্রশ্নে নাইট অধিনায়কের সহাস্য উত্তর তিনি অদৃশ্য হয়ে যাওয়ার সুপার পাওয়ার চান ৷ যদিও তিনি জানিয়েছেন হাল্ক ও হতে চাইতে পারেন তিনি ৷ হাল্ক যেমন সজোরে সব ভেঙেচুরে দিতে পারে তেমন ভাবেই তিনি প্রতিটা বল একেবারে উড়িয়ে দেবেন ৷

advertisement

আসলে কেকেআরের এবারের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব ভুগিয়েছে ৷ তাই যদি অ্যাভেঞ্জার্সের মতো সুপার পাওয়ার থাকত তাহলে বোধহয় নাইট ফ্যানদেরও বিশেষ ভালো লাগত ৷

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
অ্যাভেঞ্জার্স –এ মজে কেকেআর অধিনায়ক,নাইটদের কার কার আছে সুপার পাওয়ার জেনে নিন