ক্যাপ্টেন আমেরিকা যেরকম সব বিপদ থেকে বাঁচিয়ে দেন এবং সামনের থেকে নেতৃত্ব দেন তা মুগ্ধ করে নাইট অধিনায়ককে ৷ কার্তিকের অকপট স্বীকারোক্তি তিনিও এই দুটি গুণের অধিকারি হতে পারলে খুশি হবেন ৷
শুধু এটুকুই নয়, তিনি আবার বিভিন্ন বিপদ্দজনক পরিস্থিতিতে বিভিন্ন রকমের চরিত্রে পরিণত হতে চেয়েছেন ৷ যদি ডেথ ওভারে কেকেআরের জয়ের জন্য ৩৬ রান প্রয়োজন থাকে তাহলে কী করবেন প্রশ্নে নাইট অধিনায়কের সহাস্য উত্তর তিনি অদৃশ্য হয়ে যাওয়ার সুপার পাওয়ার চান ৷ যদিও তিনি জানিয়েছেন হাল্ক ও হতে চাইতে পারেন তিনি ৷ হাল্ক যেমন সজোরে সব ভেঙেচুরে দিতে পারে তেমন ভাবেই তিনি প্রতিটা বল একেবারে উড়িয়ে দেবেন ৷
advertisement
আসলে কেকেআরের এবারের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব ভুগিয়েছে ৷ তাই যদি অ্যাভেঞ্জার্সের মতো সুপার পাওয়ার থাকত তাহলে বোধহয় নাইট ফ্যানদেরও বিশেষ ভালো লাগত ৷