মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলে নিয়মিত হতেই জাতীয় দলে প্রত্যাবর্তন আর সম্ভব হয়নি পার্থিবের ৷ মাঝেমাঝে ধোনি বা ঋদ্ধিমানের বদলি হিসেবে তাঁকে খেলানো হলেও দলের প্রথম উইকেটরক্ষকের ভূমিকায় গত বেশ কয়েক বছর আর দেখা যায়নি তাঁকে ৷ ঘরোয়া টুর্নামেন্ট এবং আইপিএলই তাই ভরসা পার্থিব প্যাটেলের ৷ আইপিএলে এতদিন মুম্বই ইন্ডিয়ান্সের নিয়মিত সদস্য হলেও এবছর তাঁকে খেলতে দেখা যাবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে ৷ আইপিএলের প্রথম ম্যাচেই তাঁদের প্রতিপক্ষ কেকেআর। এ বারের আইপিএল অভিযান ইডেন থেকেই শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শুরুটা অ্যাওয়ে ম্যাচ দিয়ে হচ্ছে বলে বাড়তি কোনও চাপ নেই পার্থিবের ৷ কারণ অবশ্যই দলের অধিনায়ক বিরাট কোহলি ৷ পার্থিবের মতে যে দলে বিরাটের মতো একজন নেতৃত্ব দেওয়ার দায়িত্বে রয়েছেন, সেই দলের প্রত্যেকেই নিজের সেরাটা দেওয়ার জন্য সবসময়ই মুখিয়ে থাকে ৷ অধিনায়ক নিজেও সবার কাছে থেকে সেরাটা আদায় করার ক্ষমতা রাখেন ৷
advertisement
আরও পড়ুন- আইপিএল শুরুর আগে বড় ধাক্কা কেকেআর শিবিরে, চোটের জন্য টুর্নামেন্টে নেই স্টার্ক
জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য এই তীব্র প্রতিযোগিতাকে উপভোগই করেন পার্থিব প্যাটেল ৷ তাঁর মতে, ‘‘ প্রতিযোগিতা বেশি থাকলে তবেই আপনি নিজের সেরাটা দিতে পারবেন ৷ ’’ আইপিএলের এগারো বছরের ইতিহাসে এই নিয়ে ৬টা ফ্র্যাঞ্চাইজিতে খেলে ফেলেছেন পার্থিব ৷ আরসিবি-কে এবছর চ্যাম্পিয়ন করার জন্য দলের ক্রিকেটাররা তৈরি বলেই জানিয়েছেন তিনি ৷ দু’বার ফাইনালেও উঠেও ট্রফি পায়নি ব্যাঙ্গালোর ৷ তবে এবছর যে সেই রেকর্ড বদলের যথেষ্ট সম্ভাবনা রয়েছে ৷ পার্থিবের কথাতেই তা স্পষ্ট ৷ বিরাটের দলের উইকেটরক্ষক জানিয়েছেন , ‘‘ দু’বার ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারিনি আমরা। তবে এ বার আমরা সেই ধারণা বদলে ফেলতে পারি। গত কয়েক বছরের পারফরম্যান্স দিয়ে বিচার করা ঠিক হবে না। দলে অনেক কিছু বদলেছে। তরুণ প্রতিভাবান ক্রিকেটারেরা উঠে এসেছে। তাই দলকে জেতানোর জন্য নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করব।’’