TRENDING:

আইপিএল টেবলে ফের উঠল কেকেআর, দিল্লির আশা পুরো শেষ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শনিবাসরীয় আইপিএলের ধামাকা পারফরম্যান্স ৷ ফল হাতে নাতে আবার আইপিএল টেবলের টপ ফোরে জায়গা ফিরে পাওয়ার লড়াই সফল হয়েছে নাইটদের ৷ কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে জিতে ১২ ম্যাচে ১২ পয়েন্ট কেকেআরের ৷
advertisement

এদিকে শনিবার দিল্লি ডেয়ারডেভিলস যে এবারের আইপিএলের প্লে অফে খেলছে না সেটাও নিশ্চিত হয়ে গেছে ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হারের পর তাদের কফিনে শেষ পেরকটি পোঁতা হয়ে গেছে ৷ আর দু‘টি ম্যাচ বাকি আছে দিল্লির ৷ তারা যদি সে দু‘টি ম্যাচ জেতে, তাহলেও তাদের পয়েন্ট হবে সর্বাধিক ১০ ৷ ইতিমধ্যেই ১৮ পয়েন্ট নিয়ে প্লে অফ খেলা নিশ্চিত করে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ৷ এদিকে ১৪ পয়েন্টে আছে সিএসকে ৷ ১২ পয়েন্ট হয়ে আছে দুটি দল কিংস ইলেভেন ও কেকেআর ৷ ফলে এই পয়েন্ট কখনই পেতে পারছে না দিল্লি ৷

advertisement

News 18 Bangla Creative

News 18 Bangla Creative

এদিকে ম্যাচ জিতে ফের একবার প্লে অফের আশা জিইয়ে রাখল কোহলির আরসিবি ৷ ১১ ম্যাচে তাদের পয়েন্ট ৮ ৷ হাতে বাকি তিনটি ম্যাচ, সেক্ষেত্রে তিনটিই যদি তারা জেতে তাহলে সর্বোচ্চ ১৪ পয়েন্ট অবধি যেতে পারে ৷ ফলে সুযোগ থাকবে প্লে অফের টিকিট জেতার ৷

advertisement

১২ ম্যাচে ৫৮২ রানের মালিক ঋষভ পন্থ অরেঞ্জ ক্যাপের মালিক হয়েছেন ৷ এদিকে কেকেআর অধিনায়ক সেরা রান সংগ্রাহকদের তালিকার ১০ নম্বরে রয়েছেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

কিংস ইলেভেন পঞ্জাবের অ্যান্ড্রু টাই ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে পার্পল ক্যাপের মালিক হয়েছেন ৷

বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএল টেবলে ফের উঠল কেকেআর, দিল্লির আশা পুরো শেষ