এদিকে শনিবার দিল্লি ডেয়ারডেভিলস যে এবারের আইপিএলের প্লে অফে খেলছে না সেটাও নিশ্চিত হয়ে গেছে ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হারের পর তাদের কফিনে শেষ পেরকটি পোঁতা হয়ে গেছে ৷ আর দু‘টি ম্যাচ বাকি আছে দিল্লির ৷ তারা যদি সে দু‘টি ম্যাচ জেতে, তাহলেও তাদের পয়েন্ট হবে সর্বাধিক ১০ ৷ ইতিমধ্যেই ১৮ পয়েন্ট নিয়ে প্লে অফ খেলা নিশ্চিত করে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ৷ এদিকে ১৪ পয়েন্টে আছে সিএসকে ৷ ১২ পয়েন্ট হয়ে আছে দুটি দল কিংস ইলেভেন ও কেকেআর ৷ ফলে এই পয়েন্ট কখনই পেতে পারছে না দিল্লি ৷
advertisement
এদিকে ম্যাচ জিতে ফের একবার প্লে অফের আশা জিইয়ে রাখল কোহলির আরসিবি ৷ ১১ ম্যাচে তাদের পয়েন্ট ৮ ৷ হাতে বাকি তিনটি ম্যাচ, সেক্ষেত্রে তিনটিই যদি তারা জেতে তাহলে সর্বোচ্চ ১৪ পয়েন্ট অবধি যেতে পারে ৷ ফলে সুযোগ থাকবে প্লে অফের টিকিট জেতার ৷
১২ ম্যাচে ৫৮২ রানের মালিক ঋষভ পন্থ অরেঞ্জ ক্যাপের মালিক হয়েছেন ৷ এদিকে কেকেআর অধিনায়ক সেরা রান সংগ্রাহকদের তালিকার ১০ নম্বরে রয়েছেন ৷
কিংস ইলেভেন পঞ্জাবের অ্যান্ড্রু টাই ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে পার্পল ক্যাপের মালিক হয়েছেন ৷