আপাতত যা খবর, তাতে চিপকে রাত আটটায় ম্যাচ শুরু হওয়া নিয়ে সেভাবে সংশয় না থাকলেও স্টেডিয়ামের বাইরে কাবেরী ইস্যুতে তামিলদের একটি দল নতুন করে বিক্ষোভ শুরু করেছে। যার জেরে স্টেডিয়ামের বাইরে মোতায়েন করা হয়েছে হাজার হাজার পুলিশকর্মী। বেশ কয়েকজন বিক্ষোভকারীদের পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে ৷
চেন্নাই ও কলকাতা দুই দলেরই একটু পরে স্টেডিয়ামে ঢোকার কথা। চেন্নাইয়ের অতিরিক্ত কমিশনার এমসি সারাঙ্গন পুলিশের সঙ্গে জরুরি বৈঠক সেরেছেন। বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং বম্ব ডিটেকশন স্কোয়াডকে পাঠানো হয়েছে স্টেডিয়ামে। পাশাপাশি স্টেডিয়ামের ভিতর ও বাইরে মোতায়েন রয়েছে হাজার হাজার পুলিশ ৷
advertisement
স্টেডিয়ামের বাইরে বিক্ষোভকারীদের ধরনা আটকাতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে পুলিশ। বিক্ষোভ দেখাচ্ছেন তামিঝাগা ভাজভুরিমাই কাটচি দলের সদস্যরা। ক্রিকেটারদের হোটেল এবং স্টেডিয়াম পর্যন্ত আসার রাস্তা কড়া নিরাপত্তার বলয়ে ঢেকে ফেলা হয়েছে ৷ কিন্তু কাবেরী ইস্যুতে কেন ক্রিকেটকে টার্গেট করা হচ্ছে ? বিক্ষোভকারীরা জানাচ্ছেন, তাঁরা ক্রিকেটের বিরোধী নন। তবে আইপিএলের ম্যাচ বয়কট করে এই ইস্যুটি সকলের সামনে তুলে ধরতে চায় তারা ৷