TRENDING:

মুম্বইয়ের বিরুদ্ধে শেষ বলে ম্যাচ জিতে আজ কলকাতায় আসছে সানরাইজার্স

Last Updated:

মুম্বই ইন্ডিয়ান্স: ১৪৭/৮ (২০ ওভার), সানরাইজার্স হায়দরাবাদ: ১৫১/৯ ( ২০ ওভার)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই ইন্ডিয়ান্স: ১৪৭/৮ (২০ ওভার)
advertisement

সানরাইজার্স হায়দরাবাদ: ১৫১/৯ ( ২০ ওভার)

১ উইকেটে জয়ী সানরাইজার্স

#হায়দরাবাদ: একাদশ আইপিএলে ধোনির চেন্নাইয়ের মতোই শুরুটা দারুণ হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের ৷ ঘরের মাঠে পরপর দুটি ম্যাচ জেতা হয়ে গেল ধাওয়ানদের ৷ দিল্লি ডেয়ারডেভিলসের পর এবার মুম্বই ইন্ডিয়ান্সকেও হারাতে সফল সানরাইজার্স ৷

বৃহস্পতিবার আরও একটা নাটকীয় জয় তুলে নিতে সফল উইলিয়ামসন ব্রিগেড ৷ ম্যাচ জিততে শেষ বলে দরকার ছিল ১ রানের ৷ বিলি স্ট্যানলেককে এক রান নেওয়ার থেকে আটকাতে পারেননি মুম্বইয়ের বেন কাটিং ৷ অন্যদিকে ৩২ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকেন দীপক হুডা। ঘরের মাঠে পরপর দু’ম্যাচ জিতে এবার ইডেনে শনিবার নাইটদের মুখোমুখি হবেন ধাওয়ানরা ৷

advertisement

আরও পড়ুন-ইডেনে নাইটদের অপশনাল প্র্যাকটিসে বাধা বৃষ্টি

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

টস জিতে এদিন মুম্বই ইন্ডিয়ান্সকে আগে ব্যাট করতে পাঠান সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ সন্দীপ শর্মাদের আঁটোসাঁটো বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৪৭ রানের বেশি করতে পারেনি মুম্বই ৷ রান তাড়া করতে নেমে ওপেনার শিখর ধাওয়ান ২৮ বলে ৪৫ রান করে শুরুটা ভাল করলেও সেই রানের গতি ধরে রাখতে ব্যর্থ হায়দরাবাদ ক্রিকেটাররা ৷ শেষপর্যন্ত শেষ বলে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
মুম্বইয়ের বিরুদ্ধে শেষ বলে ম্যাচ জিতে আজ কলকাতায় আসছে সানরাইজার্স