TRENDING:

আইপিএলে পন্থ, রাহুল, ইশানদের ব্যাটে ঝড়, এবারের আইপিএল কি ঋদ্ধির জন্য অশনি সঙ্কেত ?

Last Updated:

ধোনি-কার্তিকরা এই বয়সেও ধারাবাহিক। এদিকে খুব তাড়াতাড়ি ঋষভ পন্থকে বিরাটদের সংসারে দেখছেন সৌরভ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ধোনি-কার্তিকরা এই বয়সেও ধারাবাহিক। এদিকে খুব তাড়াতাড়ি ঋষভ পন্থকে বিরাটদের সংসারে দেখছেন সৌরভ। তাহলে কি হবে ঋদ্ধিমান সাহার ভবিষ্যত ? ২০১৮-র আইপিএল কি ঋদ্ধির জন্য অশনি সঙ্কেত ?
advertisement

আইপিএলে পন্থ, রাহুল, ইশানদের ব্যাটে ঝড়। উল্টোদিকে প্রবল ঘূর্ণাবর্তে টালমাটাল কিপার ঋদ্ধিমানের ভবিষ্যত। আইপিএলে ৮ দলের কিপারের মধ্যে ঋদ্ধিই লাস্ট বয়। কমলা টুপির দৌড়ে থাকা দিল্লির ঋষভ ১১ ম্যাচে ৫২১ রান করে ফেলেছেন। পঞ্জাবের কে এল রাহুলের ১১ ম্যাচে ৪৭১ রান। বুড়ো ধোনি বা কার্তিকরাও এই বয়সে নজর কাড়ছেন। ব্যাটের পাশাপাশি দস্তানার দাপটেও। হিট মুম্বইয়ের তরুণ তুর্কি ঈশান কিষান বা রাজস্থানের সঞ্জু স্যামসন।

advertisement

একনজরে দেখে নেওয়া যাক ঋদ্ধি কোথায় দাঁড়িয়ে। স্বয়ং সৌরভও খুব দ্রুত বাঁহাতি ঋষভকে টিম ইন্ডিয়ায় দেখতে পাচ্ছেন।

আইপিএলে কে কোথায়?

-----------------------

            ম্যাচ    রান    ক্যাচ    স্টাম্প

ঋষভ   ১১     ৫২১      ৩             ১

রাহুল   ১০     ৪৭১      ২            ০

ধোনি   ১১     ৩৬০    ৫            ২

সঞ্জু ১১    ৩৩২     ২            ০

কার্তিক ১১   ৩২১     ৬            ২

advertisement

ঈশান   ১১   ২৩৮    ৭             ২

ঋদ্ধিমান ১০ ৮৭     ৫              ১

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট দল ছাড়া কোনও স্কোয়াডেই জায়গা হয়নি বাংলার কিপারের। তার চেয়েও চিন্তার আয়ারল্যান্ড-ইংল্যান্ড সফরেও নির্বাচকরা আস্থা রাখছেন ধোনি-কার্তিকদের অভিজ্ঞতায়। আর এ দলের দৌড়ে অনেক এগিয়ে পন্থ, ঈশান, সঞ্জুরা। ২০১৯ বিশ্বকাপে ঋদ্ধিমানের আশা প্রায় নেই বললেই চলে। কিন্তু ধোনি অবসর নিলে ? তখন ৩৪-এর ঋদ্ধিমানের দিকে নির্বাচকরা কি ফিরে তাকাবেন ? আইপিএল কিন্তু অশনি সঙ্কেতই দিচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএলে পন্থ, রাহুল, ইশানদের ব্যাটে ঝড়, এবারের আইপিএল কি ঋদ্ধির জন্য অশনি সঙ্কেত ?