মুম্বই ইন্ডিয়ান্স: ১৭০/২ ( ১৯.৪ ওভার)
২ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স
#পুণে: পরপর বেশ কয়েকটি ম্যাচ হেরে ভালমতোই চাপে পড়ে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ পরিস্থিতি যা, এখন প্লে অফে যেতে হলে প্রত্যেক ম্যাচে জেতাটা অত্যন্ত জরুরী মুম্বই ইন্ডিয়ান্সের ৷ শনিবার থেকেই সেই কাজটা শুরু করে দিল রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স ৷ সৌজন্যে অবশ্যই দলের অধিনায়ক রোহিত শর্মা ৷ তাঁর ৩৩ বলে ৫৬ রানের ইনিংসের সৌজন্যেই ২ বল বাকি থাকতেই ম্যাচ জেতে মুম্বই ৷ তাঁর এক হাতে মারা ছক্কাই এখন সবার মনে গেঁথে রয়েছে ৷
advertisement
আরও পড়ুন-কোটলার হার ভুলে আজ বিরাটদের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নাইটরা
ডু অর ডাই ম্যাচে শনিবার ধোনির চেন্নাই সুপার কিংস মোটেই সহজ প্রতিপক্ষ ছিল না মুম্বইয়ের কাছে ৷ কিন্তু কঠিন পরীক্ষাতেও সফল রোহিতরা ৷ ম্যাচ জেতার পর রোহিত জানান, ‘‘এখনও আমরা প্লে-অফে যাওয়ার দৌড়ে টিকে রয়েছি। এই ম্যাচটা আমাদের জিততেই হত। দলের ছেলেদের বলেছিলাম জেতার জন্য মরিয়া হতে গিয়ে তাড়াহুড়ো করে কিছু করব না। আমাদের শান্ত থাকতে হবে। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচটা ছাড়া চলতি আইপিএলে আমাদের ব্যাটিং খারাপ হয়নি। অনেক ম্যাচেই আমরা ১৯০ রানের বেশি তুলেছি। এমনকী, যখন রান তাড়া করতে নেমেছি তখনও। বোলাররাই প্রায় আমাদের জিতিয়ে দিয়েছিল। আশা করি এই ছন্দটা আমরা ধরে রাখতে পারব। জয়ের ধারাবাহিকতাটা হয়তো এই ম্যাচ থেকেই শুরু হবে আমাদের।’’