TRENDING:

ফিনিশারের কাজটাই করতে পেরেছি: ধোনি

Last Updated:

সিএসকে সমর্থকদের হতাশ করেননি মাহি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ২০৫/৮ (২০ ওভার)
advertisement

চেন্নাই সুপার কিংস: ২০৭/৫ (১৯.৪ ওভার)

২ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় সিএসকের

#বেঙ্গালুরু: আম্বাতি রায়াডু রান আউট হওয়ার পরে যখন রায়না (১১), বিলিংস (৯) এবং জাদেজা (৩) তিনজনেই তাড়াতাড়ি প্যাভিলিয়ানে ফিরলেন ৷ তখন সিএসকে-র পক্ষে ২০৬ রানের টার্গেট তাড়া করে জেতাটা কঠিনই দেখাচ্ছিল ৷ কিন্তু চেন্নাই সমর্থকরা তখনও পুরোপুরি হাল ছাড়েননি ৷ কারণ তখনও ব্যাট করা বাকি ছিল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৷ সমর্থকদের হতাশ করেননি মাহি ৷ ৩৪ বলে ৭০ রানের দুরন্ত ইনিংস খেলে বিরাটদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেন তিনি ৷

advertisement

আরও পড়ুন--> চিন্নাস্বামীতে ছক্কার বন্যা, মাহির মারে স্তব্ধ কোহলির আরসিবি

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

ম্যাচ শেষে ধোনি বলেন,  ‘‘ ম্যাচ জিতি বা হারি ৷ এক জন ফিনিশারের দায়িত্ব শেষ পর্যন্ত ক্রিজে থাকা। সেই কাজটাই করেছি। এবির ইনিংস দেখেই মনে হয়েছিল আমরা ১৫ রান বেশি দিয়ে ফেলেছি। রায়াডু অসাধারণ একটা ইনিংস খেলে গেল। বড় মাঠে ওর কিছুটা সমস্যা হলেও, ছোট মাঠের জন্য ও আদর্শ ক্রিকেটার। দলে ওর উপস্থিতি তাই এতটা গুরুত্বপূর্ণ।’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ফিনিশারের কাজটাই করতে পেরেছি: ধোনি