TRENDING:

জমে উঠেছে আইপিএলে প্লে অফে ওঠার অঙ্ক,মুম্বই হারায় কী লাভ হল নাইটদের ?

Last Updated:

অঙ্কের নিরিখে এখন প্লে অফে ওঠার দৌড়ে বেশ কয়েকটি দল থাকলেও জায়গা পড়ে রয়েছে মাত্র দুটিই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: লড়াই জমে উঠেছে আইপিএলের ৷ অঙ্কের নিরিখে এখন প্লে অফে ওঠার দৌড়ে বেশ কয়েকটি দল থাকলেও জায়গা পড়ে রয়েছে মাত্র দুটিই ৷ রবিবার হায়দরাবাদকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস ৷ পাশাপাশি রাজস্থানের কাছে হেরে আইপিএলে প্লে অফে ওঠার লড়াই জমিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ কারণ এখন কেকেআর, কিংস ইলেভেন, মুম্বই ইন্ডিয়ান্সের পাশাপাশি প্লে অফে ওঠার দৌড়ে ভালমতোই উঠে এসেছে রাজস্থান রয়্যালস ৷
advertisement

অঙ্কের বিচারে এখনও টিকে রয়েছে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও ৷ তবে রবিবার মুম্বই হেরে যাওয়ায় কিছুটা সুবিধা হয়েছে নাইটদের ৷ কারণ এখন নিজেদের শেষ দুটি ম্যাচ জিতলেই প্লে অফে পৌঁছে যাবেন কার্তিকরা ৷ কিন্তু দু’টোর মধ্যে কোনও একটা ম্যাচ জিতলে আবার নেট রানরেটের অঙ্ক সামনে চলে আসবে ৷

আরও পড়ুন-কেকেআর অধিনায়ক কার্তিকের কোন অনুরোধ রাখলেন শাহরুখ ?

advertisement

১২ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবলে চার নম্বরে রয়েছে নাইটরা ৷ পঞ্জাব এবং আরসিবি-র তিন ম্যাচ বাকি থাকলেও বাকি প্রত্যেকেরই এখন ২টি করে ম্যাচ বাকি ৷ সেদিক থেকে দেখতে গেলে কিছুটা অ্যাডভান্টেজ প্রীতির কিংস ইলেভেনের ৷ তাদের বাকি তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতলেই হবে ৷ কিন্ত কেকেআর, রাজস্থান, মুম্বই এবং আরসিবিকে এখন বাকি সব ম্যাচ জেতা ছাড়া আর কোনও উপায় নেই ৷ এখনও পর্যন্ত তৃতীয় হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে পঞ্জাব ৷ তাই মূল লড়াই চতুর্থ বা শেষ জায়গাটিকে নিয়েই ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

একমাত্র দিল্লি ছাড়া বাকি সব দলই প্লে অফে ওঠার দৌড়ে রয়েছে ৷ কেকেআরের কাছে প্লে অফে ওঠার অঙ্ক অত্যন্ত সহজ ৷ সেটা হল বাকি দু’টো ম্যাচই জেতা ৷ সেক্ষেত্রে আর নেট রানরেট দেখারও প্রয়োজন পড়বে না ৷ কিন্তু নাইটদের শেষ দুই ম্যাচ খেলতে হবে রাজস্থান এবং লিগ টেবলে এক নম্বরে থাকা হায়দরাবাদের বিরুদ্ধে ৷ ইডেনে তাই মঙ্গলবার রাহানেদের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ খেলতে নামছেন কার্তিকরা ৷ ওই ম্যাচ যে জিতবে, প্লে অফে ওঠার দৌড়ে তারাই এগিয়ে যাবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
জমে উঠেছে আইপিএলে প্লে অফে ওঠার অঙ্ক,মুম্বই হারায় কী লাভ হল নাইটদের ?