TRENDING:

পঞ্জাব ম্যাচ হারলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল মালকিন প্রীতি জিন্টার ভিডিও ! দেখে নিন

Last Updated:

হারের পর অবশ্য টুইটও করেন প্রীতি। সেখানে তিনি বাকি চার দলকে শুভেচ্ছাও জানান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুণে: ফ্র্যাঞ্চাইজি মালিকদের মধ্যে খুব কমজনই আছেন ৷ যাঁরা প্রত্যেক ম্যাচে মাঠে আসেন নিজের টিমকে উৎসাহ দিতে ৷ কিন্তু কিংস ইলেভেন পঞ্জাব দলের সবচেয়ে বড় চিয়ারলিডার হলেন টিম মালকিন প্রীতি জিন্টা নিজেই ৷ হোম মাচ হোক কিংবা অ্যাওয়ে, দলকে উৎসাহ দিতে সবসময়েই মাঠে উপস্থিত থাকতে দেখা গিয়েছে প্রীতিকে ৷
advertisement

রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে নামার আগেই একটা ভাল খবর পেয়ে গিয়েছিলেন কিংস ইলেভেন মালকিন প্রীতি জিন্টা ৷ সেটা হল দিল্লির কাছে মুম্বই ইন্ডিয়ান্সের হার ৷ এর ফলে প্লে অফে উঠতে হলে ম্যাচ বড় ব্যবধানে জিততে হত পঞ্জাবকে ৷ শেষপর্যন্ত অবশ্য সেটা করে উঠতে পারেননি অশ্বিনরা ৷ ধোনিদের কাছে হেরে এবারের আইপিএলে বিদায় নিয়েছে কিংস ইলেভেন ৷ কিন্তু ম্যাচ শুরু হওয়ার সময়েই প্রীতির একটা ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ সেটা হল পঞ্জাবের এক কর্তাকে প্রীতি বলছেন  ‘‘ মুম্বই হেরে যাওয়ায় আমি খুব খুশি।’’ সেই খুশি অবশ্য শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি কিংস ইলেভেন পঞ্জাব মালকিন ৷ মুম্বইয়ের মতো তারাও ম্যাচ হেরে  ছিটকে যায় আইপিএল থেকে ৷

advertisement

হারের পর অবশ্য টুইটও করেন হতাশ প্রীতি। সেখানে তিনি প্লে অফে কোয়ালিফাই করা চার দলকে শুভেচ্ছা জানান।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
পঞ্জাব ম্যাচ হারলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল মালকিন প্রীতি জিন্টার ভিডিও ! দেখে নিন