TRENDING:

বিরাটকে মহানের তকমা দিলেন প্রাক্তন ভারতীয় কোচ

Last Updated:

২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে যখন অভিষেক ঘটেছিল বিরাট কোহলির, তখন ভারতীয় দলের কোচ ছিলেন গ্যারি কার্স্টেন৷ এখন আবার আরসিবি-র ব্যাটিং কোচ তিনিই৷ তবে এ বিরাট আর সে বিরাটের পার্থক্য অনেক৷ প্রোফাইলে যেমন বেড়েছেন, ঠিক তেমনিই বেড়েছেন ক্রিকেটার হিসেবে,বেড়েছেন মানুষ হিসেবেও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু:   ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে যখন অভিষেক ঘটেছিল বিরাট কোহলির, তখন ভারতীয় দলের কোচ ছিলেন গ্যারি কার্স্টেন৷ এখন আবার আরসিবি-র ব্যাটিং কোচ তিনিই৷ তবে এ বিরাট আর সে বিরাটের পার্থক্য অনেক৷ প্রোফাইলে যেমন বেড়েছেন, ঠিক তেমনিই বেড়েছেন ক্রিকেটার হিসেবে,বেড়েছেন মানুষ হিসেবেও৷
advertisement

আরও পাঁচজনের মতো বিরাট মজেছেন কার্স্টেনও৷ কার্স্টেন বলেছেন, ‘‘আমি যখন কোচ ছিলাম তখন ও শুরু করেছিল৷ আবারও ওঁর সঙ্গে কাজ করতে পারাটা দারুণ৷ কীভাবে খেলাটা খেলতে হয় সে সময় এটা নিয়ে দীর্ঘ আলোচনা হত৷ আমরা জানতাম ও দারুণ প্লেয়ার হতে চলেছে৷ একটাই প্রশ্ন ছিল কখন ও সেখানে পৌঁছতে পারবে৷ কীভাবে ধারাবাহিকভাবে খেলে এটা অর্জন করা যাবে৷’’

advertisement

শুধু এটুকুই নয়, তিনি আরও বলেছেন, ‘‘সেই পুরোন সম্পর্ক আবার জুড়ে গেছে৷ আমি এটা দারুণ উপভোগ করছি৷ ’’

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

এই মুহূর্তে একদিনের ক্রমতালিকায় একদিনের ক্রিকেটে এক নম্বরে রয়েছেন তিনি৷ আর টেস্টে দু নম্বরে রয়েছেন তিনি৷ তাঁকে মহান ক্রিকেটার বলেও তকমা দিয়েছেন ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ কার্স্টেন৷

বাংলা খবর/ খবর/খেলা/
বিরাটকে মহানের তকমা দিলেন প্রাক্তন ভারতীয় কোচ