আরও পাঁচজনের মতো বিরাট মজেছেন কার্স্টেনও৷ কার্স্টেন বলেছেন, ‘‘আমি যখন কোচ ছিলাম তখন ও শুরু করেছিল৷ আবারও ওঁর সঙ্গে কাজ করতে পারাটা দারুণ৷ কীভাবে খেলাটা খেলতে হয় সে সময় এটা নিয়ে দীর্ঘ আলোচনা হত৷ আমরা জানতাম ও দারুণ প্লেয়ার হতে চলেছে৷ একটাই প্রশ্ন ছিল কখন ও সেখানে পৌঁছতে পারবে৷ কীভাবে ধারাবাহিকভাবে খেলে এটা অর্জন করা যাবে৷’’
advertisement
শুধু এটুকুই নয়, তিনি আরও বলেছেন, ‘‘সেই পুরোন সম্পর্ক আবার জুড়ে গেছে৷ আমি এটা দারুণ উপভোগ করছি৷ ’’
এই মুহূর্তে একদিনের ক্রমতালিকায় একদিনের ক্রিকেটে এক নম্বরে রয়েছেন তিনি৷ আর টেস্টে দু নম্বরে রয়েছেন তিনি৷ তাঁকে মহান ক্রিকেটার বলেও তকমা দিয়েছেন ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ কার্স্টেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 19, 2018 6:12 PM IST