১ মে শ্রম দিবস ছিল ৷ তাই উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নরকম সেলিব্রেশন ছিল ৷ মহেন্দ্র সিং ধোনি তাঁর নিজের মতো করে দিনটাকে স্পেশাল করলেন, শুধু নিজের জন্য নয়, আরও পাঁচজনের জন্য ৷\
advertisement
মাঠে যখন ক্রিকেটাররা পারফর্ম করেন আমরা তাঁদের প্রশংসায় পঞ্চমুখ হই ৷ কিন্তু এই ক্রিকেটারদের পারফরম্যান্সের পিছনে থাকেন নেপথ্য কারিগররাও ৷ তাঁরা গ্রাউন্ডস্টাফ বা মালি ৷ মে দিবস উপলক্ষ্যে সেই মানুষগুলির সঙ্গে সময় কাটালেন ধোনি ৷ তাঁদের সঙ্গে ছবিও তুললেন ৷ তাঁর মতে এই মানুষগুলির অবদান না থাকলে ক্রিকেটাররা নিজেদের ‘তারকা’ইমেজ এভাবে তৈরি করতে পারতেন না ৷
স্বাভাবিকভাবেই ধোনির এই দারুণ সৌজন্যে দারুণ খুশি ফ্যানরাও ৷ ফের একবার মন জিতে নিলেন মাহি ৷