TRENDING:

বেগুনি ক্যাপের লড়াই জমিয়ে দিতে পারেন সানরাইজার্সের রশিদ ও সিদ্ধার্থ

Last Updated:

আইপিএলের বেগুনি ক্যাপ লম্বা সময় ধরে একজনই পরে রয়েছেন তিনি কিংস ইলেভেন পঞ্জাবের অ্যান্ড্রু টাই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  আইপিএলের বেগুনি ক্যাপ লম্বা সময় ধরে একজনই পরে রয়েছেন  তিনি কিংস ইলেভেন পঞ্জাবের অ্যান্ড্রু টাই ৷ তবে ফাইনালের পরেও এই টুপি তাঁর থাকবে কিনা সেটা একটা প্রশ্নের সামনে ৷
advertisement

কারণ আর কিছুই নয় এই তালিকার দুই ও তিন নম্বরে থাকা দুই সানরাইজার্স হায়দরাবাদ বোলার ৷ তারা হলেন রশিদ খান ও সিদ্ধার্থ কউল ৷ অ্যান্ড্রু টাই ১৪ ম্যাচে ২৪ উইকেট পেয়ে পার্পল ক্যাপের মালিক ৷

আরও পড়ুন - কেন উইলিয়ামসনের অরেঞ্জ ক্যাপ কি কেউ কেড়ে নিতে পারবেন, কে ছুঁড়তে পারেন চ্যালেঞ্জ

advertisement

অন্যদিকে ১৬ ম্যাচ খেলে তালিকার দুই ও তিন নম্বরে থাকা রশিদ খান ও সিদ্ধার্থ কউল উইকেট পেয়েছেন ২১ টি ৷ তাঁরা ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবেন ৷ তারফলে আইপিএলের মেগা ফাইনালে তাঁরা যদি ৪ টি করে উইকেট পেয়ে যান তাহলে তাঁদের কেউ একজন পেয়ে যাবেন পার্পল ক্যাপ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

যাঁরা খেলছেন তাঁদের মধ্যে আর একজন রয়েছেন তিনি চেন্নাই সুপার কিংসের শার্দুল ঠাকুর ৷ যার ঝোলায় রয়েছে ১৫ টি উইকেট ৷ ৯ টি উইকেট পেলে তিনি পেতে পারেন বেগুনি টুপি ৷ কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে এই পারফরম্যান্স অঙ্কের হিসেবে কার্যত অসম্ভব ৷

বাংলা খবর/ খবর/খেলা/
বেগুনি ক্যাপের লড়াই জমিয়ে দিতে পারেন সানরাইজার্সের রশিদ ও সিদ্ধার্থ