কারণ আর কিছুই নয় এই তালিকার দুই ও তিন নম্বরে থাকা দুই সানরাইজার্স হায়দরাবাদ বোলার ৷ তারা হলেন রশিদ খান ও সিদ্ধার্থ কউল ৷ অ্যান্ড্রু টাই ১৪ ম্যাচে ২৪ উইকেট পেয়ে পার্পল ক্যাপের মালিক ৷
আরও পড়ুন - কেন উইলিয়ামসনের অরেঞ্জ ক্যাপ কি কেউ কেড়ে নিতে পারবেন, কে ছুঁড়তে পারেন চ্যালেঞ্জ
advertisement
অন্যদিকে ১৬ ম্যাচ খেলে তালিকার দুই ও তিন নম্বরে থাকা রশিদ খান ও সিদ্ধার্থ কউল উইকেট পেয়েছেন ২১ টি ৷ তাঁরা ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবেন ৷ তারফলে আইপিএলের মেগা ফাইনালে তাঁরা যদি ৪ টি করে উইকেট পেয়ে যান তাহলে তাঁদের কেউ একজন পেয়ে যাবেন পার্পল ক্যাপ ৷
যাঁরা খেলছেন তাঁদের মধ্যে আর একজন রয়েছেন তিনি চেন্নাই সুপার কিংসের শার্দুল ঠাকুর ৷ যার ঝোলায় রয়েছে ১৫ টি উইকেট ৷ ৯ টি উইকেট পেলে তিনি পেতে পারেন বেগুনি টুপি ৷ কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে এই পারফরম্যান্স অঙ্কের হিসেবে কার্যত অসম্ভব ৷