TRENDING:

শুধু বাইশ গজ নয়, ব্যক্তিগত জীবনেও বিরাটকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন এবিডি

Last Updated:

বাইশ গজে তাঁর ক্যারিশমা সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের থেকে কুর্নিশ আদায় করে নেয় ৷ তবে বিয়ের ব্যাপারেও এবি ডিভিলিয়ার্স যে শিল্পী মানুষ তা বড় একটা কারোর জানা ছিল না ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: বাইশ গজে তাঁর ক্যারিশমা সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের থেকে কুর্নিশ আদায় করে নেয় ৷ তবে বিয়ের ব্যাপারেও এবি ডিভিলিয়ার্স যে শিল্পী মানুষ তা বড় একটা কারোর জানা ছিল না ৷
advertisement

২০১৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবি ডিভিলিয়ার্স ৷ স্ত্রী ড্যানিয়েলাকে বিবাহের প্রস্তাব তিনি দিয়েছিলেন তাজমহলে ৷ যার সম্পর্কে কোনও আন্দাজ ছিল না তাঁর স্ত্রী-র ৷ আইপিএল সফরে এসেই এই কান্ডটি ঘটিয়েছিলেন এবিডি ৷ সঙ্গে নিয়ে গিয়েছিলেন চিত্রগ্রাহকদের ৷ তাও আবার বডি গার্ডের ছদ্মবেশে ৷ আসলে বিবাহের প্রস্তাব দেওয়ার পর ড্যানিয়েলা কী রকম ভাবে রিঅ্যাক্ট করেন সেটাই দেখার ছিল তাঁর ৷

advertisement

(Image: Danielle de Villiers/Twitter)

বিরাটদের এই গল্প বলেছিলেন ডিভিলিয়ার্স ৷ আর সেটা শুনে বিরাটের মত ছিল ‘‘তুমি আমাদের চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছ ৷ আমাদের জন্য অন্য মানের উচ্চতা সেট করে দিচ্ছ ৷ ’’

News 18 Creative

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গণেশের চায়ের দোকানে উপচে পড়া ভিড়, এখানে চায়ের সঙ্গে ‘টা’ ফ্রি, আড্ডা মারার অভিনব সঙ্গী
আরও দেখুন

এদিকে বিরাট –অনুষ্কা নিয়েও উচ্ছ্বসিত এবিডি ৷ তিনি জানিয়েছেন বিরাটও অনুষ্কাকে নিয়ে দারুণ আছে ৷

বাংলা খবর/ খবর/খেলা/
শুধু বাইশ গজ নয়, ব্যক্তিগত জীবনেও বিরাটকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন এবিডি