TRENDING:

কিংস ম্যাচে ইচ্ছে করেই কি রানটা সম্পূ্র্ণ নেননি পোলার্ড ?

Last Updated:

রান সম্পূর্ণ না করে অবশ্য আম্পায়ারদের চোখ এড়াতে পারলেন না মুম্বই ইন্ডিয়ান্সের ক্যারিবিয়ান তারকা কায়রন পোলার্ড ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দশম আইপিএলে আম্পায়ারিংয়ের মান নিয়ে এমনিতেই অনেক প্রশ্ন উঠেছে ৷ আউটের সিদ্ধান্ত অনেকসময়েই ভুল দিয়েছেন আম্পায়াররা ৷ এবার  রান সম্পূর্ণ না করে অবশ্য আম্পায়ারদের চোখ এড়াতে পারলেন না মুম্বই ইন্ডিয়ান্সের ক্যারিবিয়ান তারকা কায়রন পোলার্ড ৷
advertisement

ঘটনাটি চোখে পড়ার পরেই এক রান বাতিল করা হয় মুম্বইয়ের ৷ কিংস ইলেভেনের বিরুদ্ধে বৃহস্পতিবার ম্যাচে জয়ের জন্য ১৬ রান দরকার ছিল মুম্বইয়ের সেই সময় দু’রান নিতে গিয়ে রানটা সম্পূ্র্ণ নিতে পারেননি পোলার্ড ৷ তবে এখানেই শেষ নয়, এখানে প্রশ্ন উঠছে অন্য ৷ পোলার্ড নাকি ইচ্ছে করেই রানটা সম্পূর্ণ নেননি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

এসম্পর্কে ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলেও বলেন, পোলার্ড যদি স্ট্রাইক রাখারা জন্য ইচ্ছাকৃতভাবেই রানটা সম্পূর্ণ না নিয়ে থাকেন, তাহলে অবাক হওয়ার কিছু নেই ৷ এব্যাপারে আম্পায়ারও যদিও পরে মনে করেন যে ইচ্ছাকৃত ভাবেই রানটা সম্পূ্র্ণ নেননি পোলার্ড ৷ তাহলে কোড অফ কন্ডাক্টের ১৮.৫ নম্বর ধারা অনুযায়ী পেনাল্টি হিসেবে ৫ রান দেওয়া হবে বিপক্ষ দলকে ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
কিংস ম্যাচে ইচ্ছে করেই কি রানটা সম্পূ্র্ণ নেননি পোলার্ড ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল