লিডস টেস্টে সাড়ে তিন দিনে খেলা শেষ হয়ে যাওয়ার পর বিভিন্ন প্রশ্ন উঠছে ভারতের ব্যর্থতা নিয়ে। ইনজি মনে করেন ব্যর্থতার কারণ সহজ। দলের সিনিয়র ব্যাটসম্যানরা ফ্লপ করছে। হয়তো দ্বিতীয় ইনিংসে চেতেশ্বর পূজারা ৯১ করেছেন, রোহিত এবং বিরাট অর্ধশত রান করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন রাহানে। রান করতে পারেননি ঋষভ পন্থ। সব মিলিয়ে ভারতীয় ব্যাটিং যে ধারাবাহিকতার জন্য পরিচিত, সেটাই দেখা যাচ্ছে না।
advertisement
এই সিরিজে বিরাটের গড় ২৪, রাহানের ১৯, পূজারার ৩২। প্রাক্তন পাকিস্তান তারকা মনে করেন কে এল রাহুল লর্ডসে দুটো ইনিংসে দুর্দান্ত ব্যাট করলেও, লিডস টেস্টে ফ্লপ হয়েছেন। সেটা একটা বড় ধাক্কা দিয়েছে ভারতকে। যেভাবে একের পর এক ব্যাটসম্যান খোঁচা দিয়ে আউট হয়েছেন, তাতে চিন্তার যথেষ্ট কারণ আছে বলে মনে করেন ইনজি। এই রোগ দ্রুত সারাতে না পারলে ভুগতে হবে আরও।
তবে দলের তরুণ ক্রিকেটারদের দোষ দিতে চান না তিনি। ইংল্যান্ডের মত কঠিন সফরে সিনিয়রদের সামনে থেকে পারফর্ম করে দেখাতে হয়। সেখানে যখন সিনিয়ররা ব্যর্থ, তখন জুনিয়রদের দিকে আঙুল তোলার মানে হয় না। তবে পন্থ একেবারে নতুন নন। অতীতে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট শতরান করেছেন। তাই জুনিয়র হলেও তাঁকে পিচ বুঝে শট খেলতে হবে জানিয়েছেন ইনজামাম।
তবে ভারতীয় দল এই ধাক্কা খেয়ে ওভালে ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া থাকবে জানিয়েছেন প্রাক্তন পাকিস্তান তারকা। তাছাড়া অতীতে ভারত যখন লজ্জাজনক পরাজয় ভুলে ঘুরে দাঁড়িয়ে পাল্টা লড়াই করে সিরিজ জিতে এসেছে, তখন এবারও না পারার কারণ নেই। প্রয়োজনে সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকারদের মত সিনিয়র কিংবদন্তিদের থেকে উপদেশ নেওয়ার যেতে পারে মনে করেন ইনজি।