এই ঐতিহাসিক মুহূর্তটি আসে বালিতে অনুষ্ঠিত কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যকার প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে। ইন্দোনেশিয়া প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৭ রান। লক্ষ্য তাড়া করতে নেমে কম্বোডিয়া ১৫ ওভারে ৫ উইকেটে ১০৬ রান তুলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিচ্ছিল। ঠিক তখনই ইনিংসের ১৬তম ওভার করতে এসে পুরো ম্যাচের চিত্র পাল্টে দেন গেদে প্রিয়ন্দানা।
advertisement
ওভারের শুরুতেই গেদে ওপেনার শাহ আবরারহুসেনকে আউট করেন। পরের বলে নির্মলজিৎ সিংকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরান। টানা তৃতীয় বলে রথানকের উইকেট নিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন। চতুর্থ বল ডট থাকলেও, পঞ্চম বলে আরও একটি উইকেট শিকার করেন তিনি। এরপর একটি ওয়াইড বলের পর ওভারের শেষ বলে পঞ্চম উইকেট তুলে নিয়ে এক ওভারে মোট পাঁচটি উইকেট নেন গেদে। এর ফলে কম্বোডিয়ার ইনিংস থেমে যায় ১০৭ রানে।
আরও পড়ুনঃ Shubman Gill: টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ! এবার বড় সিদ্ধান্ত নিলেন শুভমান গিল
এই অসাধারণ বোলিংয়ের সুবাদে ইন্দোনেশিয়া ম্যাচটি ৬০ রানে জিতে নেয়। যদিও ব্যাট হাতে গেদে খুব একটা সফল ছিলেন না, তার সঙ্গী ওপেনার ধর্মা কেসুমার ৬৮ বলে ১১০ রানের দুর্দান্ত শতরান দলকে লড়াকু স্কোরে পৌঁছে দেয়। গেদে প্রিয়ন্দানার এই ঐতিহাসিক পারফরম্যান্স ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং ভবিষ্যতে এই রেকর্ড ভাঙা যে সহজ হবে না, তা বলাই বাহুল্য।
