ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত কউর। তবে ব্যাটিংয়ে খুব একটা আহামরি রান করতে পারেনি ভারত। স্লো উইকেটে স্মৃতি মন্ধনা ও জেমাইমা রড্রিগেজ ছাড়া দুই অঙ্কের রানে পৌছতে পারেনি কোনও ভারতীয় ব্যাটার। স্মৃিত মন্ধানা ৪৬ ও জেমাইমা রড্রিগেজ ৪২ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান করে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
advertisement
১১৭ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। তিতাস সাঁধু, রাজেস্বরী গায়কোয়াড়, দীপ্তি শর্মা পুজা বস্ত্রাকরদের বোলিং অ্যাটাকের সামনে খুব একটা খাপ খুলতে পারেনি শ্রীলঙ্কার ব্যাটাররা। মাঝে হাসিনি পেরেরা ২৫, নীলাক্ষী ডি সিলভা ২৩, ওশাডি রানাসিঙ্ঘে ১৯ রানের ইনিংস খেলে লড়াই করার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৭ রানে শেষে হয় শ্রীলঙ্কার ইনিংস। ফাইনালে দুরন্ত বোলিং করেন বাংলার পেসার তিতাস সাঁধু। একাই ৩টি উইকেট নেন তিনি। এছাড়া দুটি উইকেট নেন রাজেস্বরী গায়কোয়াড়। একটি রে উইকেট নেন দীপ্তি শর্মা, পুজা বস্ত্রাকর ও দেবিকা বৈদ্য। ১৯ রানের ম্যাচ জিতে সোনা জয় নিশ্চিৎ করে হরমনপ্রীত কউরের দল।