আজ তাই ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের মহিলা দল প্রতিশোধ নেওয়ার তালে থাকবে সেটা বলাই যায়। শনিবার নিজেদের তৃতীয় লিগ ম্যাচে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড, যারা নিজেদের প্রথম ২টি ম্যাচে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডকে। ভারত যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে বি-গ্রুপের প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে।
advertisement
ইংল্যান্ডকে হারালে ভারতের পয়েন্ট দাঁড়াবে ৬। সেক্ষেত্রে ইংল্যান্ড অথবা পাকিস্তান, কোনও এক দলের পক্ষে ৬ পয়েন্টে পৌঁছনো সম্ভব হবে।ইংল্যান্ডকে হারালে হরমনপ্রীতদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া কার্যত নিশ্চিত। কেননা, লিগের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ দুর্বল আয়ারল্যান্ড। সেক্ষেত্রে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠতে পারেন হরমনপ্রীতরা।
পাকিস্তান যদি তাদের শেষ ২টি ম্য়াচে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে নেট রান-রেটের নিরিখে সেমিফাইনালিস্ট নির্ধারিত হবে। ইংল্যান্ডের কাছে হারলে ভারতের সেমিফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে যাবে, এমন নয়।
সেক্ষেত্রে ভারত শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারালে ৬ পয়েন্টে পৌঁছবে। ইংল্যান্ডের দলে ডিন, সোফি, সারা গ্লেনদের মতো ক্রিকেটার থাকলেও ভারত কম যায় না। শেফালি, রিচা, রাজেশ্বরী, হরমন, রেনুকারা ইংল্যান্ডকে আবার হারাতে মরিয়া।