TRENDING:

Rohit Sharma : কিসের চাপ আমাদের? চাপে থাকবে ইংল্যান্ড! মানসিক খেলা শুরু অধিনায়ক রোহিতের

Last Updated:

Indian team not under any sort of pressure before Sunday clash with England says Rohit. কিসের চাপ আমাদের? চাপে থাকবে ইংল্যান্ড! মানসিক খেলা শুরু রোহিতের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: অধিনায়ক হিসেবে আইপিএলে যেমন তার উজ্জ্বল রেকর্ড, তেমনই ভারতের অধিনায়ক হওয়ার পর থেকে রোহিত শর্মার রেকর্ড বেশ ঈর্ষণীয়। তীক্ষ্ণ বুদ্ধি এবং ম্যাচ রিড করার ক্ষমতা তার অন্যতম সেরা শক্তি। এটাই রোহিত শর্মার ইউএসপি। কিন্তু পাশাপাশি ক্রিকেটে মানসিক লড়াই করার ক্ষেত্রেও হিটম্যানের জুড়ি মেলা ভার।
চাপে ইংল্যান্ড, ভারত নয়! মত রোহিতের
চাপে ইংল্যান্ড, ভারত নয়! মত রোহিতের
advertisement

রবিবার একদিনের সিরিজের কার্যত ফাইনাল ম্যাচে নামার আগে রোহিত শর্মা জানিয়ে দিলেন ভারতের ওপর এক বিন্দু চাপ নেই। সব চাপ ইংলিশদের। কারণ তারা নিজেদের মাঠে খেলছে। ভারত ম্যাচটা উপভোগ করতে নামবে। তিনি জানিয়েছেন হারার ভয় গুটিয়ে থেকে নয়, আক্রমনাত্মক ক্রিকেট খেলাই হবে একমাত্র লক্ষ্য।

একটা সময় ক্রিকেটে ত্রিদেশীয়, চতুর্দেশীয় সিরিজ বেশ দেখা যেত। কিন্তু এই সময়ে তা খুবই কমে গেছে। সম্প্রতি ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে নিয়ে চার দেশীয় সিরিজের প্রস্তাব করেছিল পাকিস্তান। কিন্তু ভারতের বাধায় তা পণ্ড হয়েছে। তার বদলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ-নিউজিল্যান্ড আর পাকিস্তানকে নিয়ে হবে ত্রিদেশীয় সিরিজ।

advertisement

রোহিত শর্মা বললেন, দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে হলে আরও ভালোভাবে পরিচালনা করা দরকার। সূচি এমনভাবে তৈরি করতে হবে যাতে মাঝে কিছুটা বিরতি থাকে। ছোটবেলায় ক্রিকেট খেলতে খেলতে বেড়ে ওঠার সময় দেখতাম অনেক ত্রিদেশীয় বা চতুর্দেশীয় সিরিজ হত। এখন সেগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমার মনে হয়, ওটাই ভবিষ্যৎ। এতে প্রতিটি দলের কাছে ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সময় থাকে।

advertisement

রোহিত আরও বলেছেন, যে ম্যাচগুলো আমরা খেলি, সবই চাপের। দেশের হয়ে খেলতে নামলে সবাই চায় সেরাটা দিতে। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গেলে ২টি ম্যাচের মাঝের সময় আর একটু বেশি রেখে সূচি সাজাতে হবে। শুধু ভারত নয়, সব বোর্ডের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। সেটা হলে ক্রিকেটাররা আরও বেশি নিজেদের সেরাটা উজার করে দেবে। প্রতিটা ম্যাচ খেলার জন্য উৎসাহী হবে।

advertisement

টানা ম্যাচ খেললে ওয়ার্কলোড নিয়ে ভাবতে হয়। দর্শকরা চায় সেরা ক্রিকেটাররাই খেলুক। সূচি ঠিক থাকলে খেলতে কোনো অসুবিধা নেই। রোহিত জানিয়েছেন প্রথম এবং দ্বিতীয় ম্যাচে আগে এবং পরে ব্যাট করে পরিস্থিতির বিচার করে নিয়েছে ভারতীয় দল।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

তাই রবিবার টস হারলে বা জিতলে তাদের চিন্তা নেই। ছেলেদের কাছে নিজেদের শুধু তুলে ধরতে বলেছেন রোহিত। বাকি কিছু নিয়ে টেনশন করার প্রয়োজন নেই।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Rohit Sharma : কিসের চাপ আমাদের? চাপে থাকবে ইংল্যান্ড! মানসিক খেলা শুরু অধিনায়ক রোহিতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল