লর্ডস ক্রিকেট গ্রাউন্ট-এ ইংল্যান্ড ও ভারতের চতুর্থ টেস্ট ম্যাচ চলাকালীন এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। একটি ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, দুজন ভারতীয় সমর্থক স্ট্যান্ডে দাঁড়িয়ে মোবাইল ফোনে খুঁজছেন ‘এসকর্ট সার্ভিস’।
আরও পড়ুন- ব্রুকের ঝোড়ো সেঞ্চুরি! ইংল্যান্ডকে পথ দেখাচ্ছেন রুট! ওভালে চাপে ভারত
advertisement
সেই ভিডিও প্রথমে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ। তবে একটা সমস্যা রয়েছে। সেই ভিডিও সাম্প্রতিক কি না, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। The Free Press Journal-এর তরফ থেকে ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলেও জানানো হয়েছে।
অনেকেই এই ঘটনাকে ‘ব্যক্তি স্বাধীনতা’ হিসেবে ব্যাখ্যা করছেন। আবার অনেকে বলছেন, ক্রিকেট মাঠে এমন ঘটনা লজ্জাজনক। লর্ডসের মতো ঐতিহাসিক স্টেডিয়ামে এই ধরণের আচরণ ‘অশালীন’ বলেই কটাক্ষ করেছেন কেউ কেউ। টানটান উত্তেজনায় ভরা ম্যাচ হচ্ছে লর্ডসে। সেখানে কী করে একজন ক্রিকেটভক্ত ম্যাচ না দেখে এমন কাজে মগ্ন হলেন! তা নিয়েও উঠছে প্রশ্ন।
ভারতের দেওয়া ৩৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৫০ রানে ১ উইকেট। ক্রিজে ছিলেন বেন ডাকেট ও অলি পোপ। চতুর্থ দিনে ঠান্ডা মাথায় ব্যাটিং শুরু করেন দুজন। রবিবার ইংল্যান্ডকে দ্বিতীয় ধাক্কা দিতে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয় ভারতকে। হাফ সেঞ্চুরি করার পর প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হন ডাকেট। তৃতীয় উইকেট পড়ে অলি পোপের। মহম্মদ সিরাজের ইন সুইংয়ে পুরোপুরি পরাস্ত হন ইংল্যান্ড অধিনায়ক। ২৭ রান করে এলবিডব্লুউ আউট হন অলি পোপ। ১০৬ রানে তৃতীয় উইকেট পড়ে। ৯৮ বলে ১১১ রানে অনবদ্য ইনিংস খেলে আউট হন হ্যারি ব্রুক। তবে শেষমেশ ভারত ম্যাচ জিতে নিল ৬ রানে।