গত মাসে নবি মুম্বইয়ের ডি.ওয়াই. পাটিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে পরাজিত করে ভারত প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে। এই ঐতিহাসিক জয় মহিলা দলের সব ফরম্যাট মিলিয়ে প্রথম আইসিসি শিরোপা অর্জনের মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে।
রেলওয়ে বোর্ডের চিঠিতে জানানো হয়েছে, স্নেহ রানা এবং রাওয়ালকে সপ্তম সিপিসি পে ম্যাট্রিক্সের লেভেল–৮–এ গ্রুপ ‘বি’ গেজেটেড অফিসার অন স্পেশাল ডিউটি (স্পোর্টস) পদোন্নতি দেওয়া হয়েছে। এই পদোন্নতি আউট-অফ-টার্ন প্রোমোশন (OTP) স্কিমের অংশ, যা ক্রীড়াক্ষেত্রে অসাধারণ সাফল্যের স্বীকৃতি প্রদান করে।
advertisement
রেলওয়ে বোর্ড নির্দেশ দিয়েছে, তারা শীঘ্রই রানা এবং রাওয়ালের পদোন্নতি কার্যকর করবে এবং তাদের OSD (স্পোর্টস) পদে অথবা অন্য কোনো উপযুক্ত গ্রুপ ‘বি’ পদে নিয়োগ দেবে। রেলওয়ে স্পোর্টস প্রোমোশন বোর্ডের (RSPB) সচিব এবং ডিরেক্টর অব এস্টাবলিশমেন্ট (স্পোর্টস) স্বাক্ষরিত, এবং এর অনুলিপি ন্যাশনাল রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশন ও খেলোয়াড়দের কাছে পাঠানো হয়েছে।
রানা সামাজিক মাধ্যমে লিখেছেন, “আমাকে ‘অফিসার অন স্পেশাল ডিউটি’ (স্পোর্টস) পদে পদোন্নতি দেওয়ার জন্য এবং আমার প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার জন্য @RailMinIndia-কে আন্তরিক ধন্যবাদ। একজন ক্রীড়াবিদ হিসেবে কাজ করার জন্য রেলওয়ে সর্বোত্তম প্রতিষ্ঠান। এটি আমাদের সর্বদা সেরা পারফরম্যান্স দিতে উদ্বুদ্ধ করে। কৃতজ্ঞতা!”
আরও পড়ুন- কোহলি সেঞ্চুরি করতেই Viral সুন্দরী মহিলা, রাঁচির এই ‘রহস্যময়ী’ কে!
রাওয়াল বলেছেন: “আমাদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার জন্য এবং আমাকে অফিসার অন স্পেশাল ডিউটি (OSD) হিসেবে পদোন্নতি দেওয়ার জন্য @RailMinIndia-কে কৃতজ্ঞতা। রেলওয়ে সবসময়ই আমাদের প্রতি সমর্থন এবং আস্থা জাহির করেছে।”
রাওয়াল টুর্নামেন্টে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন। তিনি ৩৯৮ রান করেন গড় ৫১.৩৩–এ। তিনি গ্রুপ স্টেজে গুরুতর চোট পেয়েছিলেন এবং সেমিফাইনাল ও ফাইনালে খেলতে পারেননি। শেফালি বর্মা তাঁর বদলে দলে আসেন।
