TRENDING:

Kapil Dev : বিদেশের তুলনায় খেলাধুলায় কেন এত পিছিয়ে ভারত? শুনুন কপিলের ব্যাখ্যা

Last Updated:

Indian parents should teach their children to become competitive sports says Kapil Dev. বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে, বাবা-মা যদি সন্তানকে খেলাধূলায় উৎসাহিত করেন, তবে ক্রীড়াক্ষেত্রে আরও অনেক সাফল্য পাবে ভারত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চ্যাম্পিয়ন তৈরির দায়িত্ব নিতে হবে ভারতীয় বাবা-মায়েদের বলছেন কপিল
চ্যাম্পিয়ন তৈরির দায়িত্ব নিতে হবে ভারতীয় বাবা-মায়েদের বলছেন কপিল
advertisement

আরও পড়ুন - Ravi Shastri on Rahul Tripathi : ভয় বলে কিছু নেই! কোন তরুণ ভারতীয় ব্যাটসম্যানে মজলেন রবি শাস্ত্রী? জানুন

দিন বদলেছে, পাল্টেছে মানসিকতা। তবু এখনও বাবা-মায়ের কাছে খেলাধুলার চেয়ে পড়াশোনার গুরুত্ব অনেক বেশি। এই মানসিকতার পরিবর্তন চাইছেন কপিল দেব। বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে, বাবা-মা যদি সন্তানকে খেলাধূলায় উৎসাহিত করেন, তবে ক্রীড়াক্ষেত্রে আরও অনেক সাফল্য পাবে ভারত।

advertisement

আরও পড়ুন - Rohit Sharma, Mumbai Indians : আইপিএলের ব্যর্থতা বিশ্বকাপে রোহিতকে চাপে রাখবে না, বলছেন ছোটবেলার কোচ

কপিল বলেছেন, আমরা সন্তানদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক গড়ে তোলার উপর জোর দিই। কিন্তু আমি মনে করি, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহ জোগালে, একের পর এক চ্যাম্পিয়ন পাবে আমাদের দেশ। কপিল মনে করেন আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে বাবা মা বাচ্চাকে খেলাধুলা সম্পর্কে অনেক বেশি উৎসাহ দেন। ছোটবেলা থেকে তাদের মনের মধ্যে হার না মানা মানসিকতা তৈরি হয়ে যায় যার পেছনে বাবা-মায়েদের উল্লেখযোগ্য ভূমিকা থাকে।

advertisement

ভারত অলিম্পিক সহ বিভিন্ন খেলাধুলার উন্নতি করলেও সেই পর্যায়ে এখনো পৌঁছাতে পারেনি। যার জন্য বাবা-মায়েদের খেলাধুলার প্রতি অনীহা অন্যতম কারণ মনে করেন কপিল। কিন্তু একজন প্রতিষ্ঠিত এবং পেশাদার খেলোয়ার হতে পারলে তার সামাজিক সম্মান এবং টাকা একজন কর্পোরেট সেক্টরে চাকরি করা ব্যক্তির তুলনায় অনেক বেশি মনে করেন কপিল।

অলিম্পিকে ভারতের যে সাফল্য এসেছে তা থেকে আগামী দিনে ভারতীয় বাবা-মায়েদের শিক্ষা নেওয়া উচিত মনে করেন কপিল। শেষে তিনি জানান যে দুজন ব্যাটসম্যানকে তিনি তার খেলোয়াড় জীবনে সম্মান করে এসেছেন তাদের প্রথমজন সুনীল গাভাসকার এবং দ্বিতীয় জন ভিভিয়ান রিচার্ডস।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Kapil Dev : বিদেশের তুলনায় খেলাধুলায় কেন এত পিছিয়ে ভারত? শুনুন কপিলের ব্যাখ্যা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল