দিন বদলেছে, পাল্টেছে মানসিকতা। তবু এখনও বাবা-মায়ের কাছে খেলাধুলার চেয়ে পড়াশোনার গুরুত্ব অনেক বেশি। এই মানসিকতার পরিবর্তন চাইছেন কপিল দেব। বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে, বাবা-মা যদি সন্তানকে খেলাধূলায় উৎসাহিত করেন, তবে ক্রীড়াক্ষেত্রে আরও অনেক সাফল্য পাবে ভারত।
advertisement
কপিল বলেছেন, আমরা সন্তানদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক গড়ে তোলার উপর জোর দিই। কিন্তু আমি মনে করি, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহ জোগালে, একের পর এক চ্যাম্পিয়ন পাবে আমাদের দেশ। কপিল মনে করেন আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে বাবা মা বাচ্চাকে খেলাধুলা সম্পর্কে অনেক বেশি উৎসাহ দেন। ছোটবেলা থেকে তাদের মনের মধ্যে হার না মানা মানসিকতা তৈরি হয়ে যায় যার পেছনে বাবা-মায়েদের উল্লেখযোগ্য ভূমিকা থাকে।
ভারত অলিম্পিক সহ বিভিন্ন খেলাধুলার উন্নতি করলেও সেই পর্যায়ে এখনো পৌঁছাতে পারেনি। যার জন্য বাবা-মায়েদের খেলাধুলার প্রতি অনীহা অন্যতম কারণ মনে করেন কপিল। কিন্তু একজন প্রতিষ্ঠিত এবং পেশাদার খেলোয়ার হতে পারলে তার সামাজিক সম্মান এবং টাকা একজন কর্পোরেট সেক্টরে চাকরি করা ব্যক্তির তুলনায় অনেক বেশি মনে করেন কপিল।
অলিম্পিকে ভারতের যে সাফল্য এসেছে তা থেকে আগামী দিনে ভারতীয় বাবা-মায়েদের শিক্ষা নেওয়া উচিত মনে করেন কপিল। শেষে তিনি জানান যে দুজন ব্যাটসম্যানকে তিনি তার খেলোয়াড় জীবনে সম্মান করে এসেছেন তাদের প্রথমজন সুনীল গাভাসকার এবং দ্বিতীয় জন ভিভিয়ান রিচার্ডস।