TRENDING:

U19 WC Ravi Kumar: দেখার মতো ডেলিভারি, বাংলাদেশী ব্যাটারের অফ স্ট্যাম্প ওড়ালেন ভারতের রবি কুমার

Last Updated:

U19 WC Ravi Kumar Delivery vs Bangladesh: অনেকেই বলছেন, ভারতের অনূর্ধ্ব-১৯ দলের রবি কুমারের সিনিয়র দলে খেলা স্রেফ সময়ের অপেক্ষা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অ্যান্টিগা: অনেকে তাঁকে বলছেন, ভবিষ্যতের তারকা। কেউ বলছেন, এই ছেলের ভারতের সিনিয়র দলে খেলা স্রেফ সময়ের অপেক্ষা। যে যা-ই বলুক, রবি কুমারের কানে কথা যাচ্ছে না যেন! তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত। বিশেষজ্ঞরা ইতিমধ্যে বলে দিয়েছেন, রবি কুমার ভারতীয় দলের পরবর্তী নির্ভরযোগ্য পেসার হয়ে উঠবেন। এদিকে রবি নিজে বলছেন, দিল্লি এখনও অনেক দূর।
advertisement

এমনিতেই বাঁ-হাতি পেসারের চাহিদা তুঙ্গে। জাহির খান, ইরফান পাঠানের পর আর সেভাবে তাঁদের উত্তরসূরী উঠে আসেনি। এদিক থেকে বিচার করলে পাকিস্তানের পোয়া বারো। তাঁদের কাছে শাহিন আফ্রিদি আছে। শাহিন ইতিমধ্যে ক্রিকেট বিশ্বে নামডাক করে ফেলেছেন। তাঁর ইন সুইং আর অফ কাটার খেলতে হিমশিম খাচ্ছে ব্যাটাররা। তবে ভারতীয় দল যেন বহুদিন ধরেই একজন ভাল বাঁ-হাতি পেসারের অভাবে ভুগছে।

advertisement

আরও পড়ুন- আজ ভারত-বাংলাদেশ হাইভোল্টেজ ম্যাচ, করোনাকে হারিয়ে ফিরছেন ক্যাপ্টেন ইয়াস

রবি কুমার রবিবার অ্যান্টিগার ওসবোর্নে বাংলাদেশের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সুপার লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে দুর্দান্ত বোলিং করলেন। শুরুতেই বাংলাদেশের তিনটি উইকেট তুলে নেন তিনি। রবি মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন এবং প্রান্তিক নাবিলকে আউট করে ভারতকে ম্যাচের শুরুতেই চালকের আসনে বসিয়ে দেন।

advertisement

ম্যাচের মাত্র তৃতীয় বলে মাহফিজুলকে প্যাভিলিয়নে ফেরত পাঠান রবি। তাঁর ফ্লাইটে বলের মুভমেন্ট মাহফিজুল বুঝতেই পারেননি। বাংলাদেশী ব্যাটারের অফ স্টাম্প ছিটকে যায়। রবি কুমারের এই ডেলিভারি নিয়ে হইচই পড়েছে। অনূর্ধ্ব-১৯ দলের একজন বোলারের এমন দুর্দান্ত ডেলিভারি অবাক করেছে অনেককেই। কেউ কেউ তো বলছেন, রবি এরকম ফর্ম ধরে রাখলে শিগগির কোহলি, রোহিতদের দলে ডাক পেয়ে যাবেন।

advertisement

আরও পড়ুন- স্বামী-স্ত্রী দুজনেই বর্ষসেরা ক্রিকেটার, ক্রিকেটে এমন ঘটনা বিরল

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক যশ ধুল। নিশান্ত সিন্ধু, যিনি আগের দুটি ম্যাচে ভারতের নেতৃত্ব দিয়েছিলেন, তিনিও করোনা আক্রান্ত হয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচের পরে করোনায় আক্রান্ত হন ভারতীয় দলের আধ ডজন ক্রিকেটার।  লিগ পর্বে প্রতিটি ম্যাচে প্লেয়িং ইলেভেন নামাতে গিয়ে হিমশিম খেয়েছিল ভারতীয় দল। তবে প্রতিটা ম্যাচেই বেশশ দাপট নিয়ে জিতেছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল।

বাংলা খবর/ খবর/খেলা/
U19 WC Ravi Kumar: দেখার মতো ডেলিভারি, বাংলাদেশী ব্যাটারের অফ স্ট্যাম্প ওড়ালেন ভারতের রবি কুমার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল