১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে ভারতীয় দল। এতদিনের প্রতীক্ষা শেষ পর্যন্ত শেষ হল। ফলে তার উৎসবও জাঁকজমকপূর্ণ হবে, সেটাই স্বাভাবিক ছিল। কিন্তু সেই উৎসবে শামিল হলেন না শামি।
আরও পড়ুন- ‘তোমাকে ক্যাপ্টেন করব’, সৌরভের একটা ফোন, ভারতকে দিল বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি!
চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ভারতীয় দল। তার পর ট্রফি গ্রহণের মঞ্চে উদযাপন করছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এমন আনন্দঘন মুহূর্তের মধ্যেই ক্রিকেটভক্তদের আলোচনায় ভারতীয় পেসার মহম্মদ শামি।
advertisement
শিরোপা উদযাপনের জন্য স্বাভাবিকভাবেই মাঠে ভারতীয় দলের জন্য প্রস্তুত করা হয় একটি সুন্দর মঞ্চ। কোহলি–রোহিতরা যখন ট্রফি উদযাপনের মেতে উঠলেন, তখন আতশবাজিতে ঢেকে যায় দুবাইয়ের ক্রিকেট স্টেডিয়ামের আকাশ। এমন সময় হঠাৎ মঞ্চ থেকে নেমে যান শামি।
সেই সময় কিছুটা দূরে দাঁড়িয়ে সতীর্থদের উচ্ছ্বাস উপভোগ করেন তারকা পেসার। এমন ছবি দেখে ক্রিকেটভক্তদের মনে প্রশ্ন, কেন মঞ্চ থেকে হঠাৎ নেমে গেলেন শামি! কেন সতীর্থদের সঙ্গে একই তালে করলেন না উদযাপন?
এই ঘটনার কারণ খুঁজতে গিয়ে জানা গেছে, মঞ্চে ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, হার্ষিত রানাদের হাতে শ্যাম্পেনের বোতল ছিল। সেই বোতল থেকে শ্যাম্পেন উপরের দিকে ছিটিয়ে দিচ্ছিলেন তাঁরা। একরকম চেনা সেলিব্রেশন! ফোয়ারার মতো আকাশে উড়ছিল সেলিব্রেশন। তা দেখেই ধীরে ধীরে মঞ্চ থেকে নেমে কিছুটা দূরে চলে যান শামি।
আরও পড়ুন- রোহিত শর্মার মাইনে কত? বাংলাদেশের ক্যাপ্টেনের কত? পার্থক্য শুনলে চমকে যাবেন
ধর্মীয় অনুশাসন মেনে নিজেকে সেই মুহূর্তে সরিয়ে নেন শামি। ক্রিকেটের মতো নিজের ধর্মের প্রতিও সমান আন্তরিক এবং শ্রদ্ধাশীল শামি। শ্যাম্পেন ছিটিয়ে উদযাপন শেষ হওয়ার পর আবার মঞ্চে ফিরে আসেন শামি। সতীর্থদের সঙ্গে উৎসবে শামিল হন আবার। শামির সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলে ছিলেন না দলের এক নম্বর পেসার জসপ্রিত বুমরাহ। ফলে বাড়তি দায়িত্ব নিতে হয় শামিকে। বুমরাহর শূন্যতা কাটিয়ে শামি দলকে ভরসা জোগান। ৯ উইকেট তুলে ভারতীয় দলের চ্যাম্পিয়ন হওয়ার পথে বড় অবদান রাখেন বাংলার পেসার।