কথা দিয়েছিলেন চিনের মাটিতে ভারতের সম্মান তুলে ধরবেন। অবশেষে কথা রাখল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। এখানে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যান চৌবের ভূমিকাও আছে। এশিয়ান গেমসে যাবেন সুনীল ছেত্রীরা। এশিয়ান গেমসে অংশগ্রহণ করবে ভারতের মহিলা ফুটবল দলও। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আবেদনের ভিত্তিতে বিশেষ অনুমতি দিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।
পরপর তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সুনীলের দল চ্যাম্পিয়ন হওয়ায় কেন্দ্র এশিয়ান গেমসে দল পাঠানোর অনুমতি দিয়েছে। ফুটবল দলকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। সুনীলেরা পর পর তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় আশাবাদী ছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা।
এখন ভারতীয় ফুটবল দলের কাছে চ্যালেঞ্জ দেশের সম্মান বজায় রাখা। শেষবার ২০১৪ সালে এশিয়ান গেমস ফুটবল খেলেছিল ভারত। এই প্রতিযোগিতায় অংশ নিলে পরের বছর হতে চলা এশিয়ান কাপের জন্য প্রস্তুতি নেওয়া যাবে ভালো করে।