দ্বিতীয় লেগে ভারত জেতে ৪-৩ ব্যবধানে। বিশ্বকাপে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে আত্মবিশ্বাসী গ্রাহাম রিড। তাঁর কথায়, স্পেনের বিরুদ্ধে ছেলেরা ভাল খেলেছে। বিশেষ করে ডিফেন্ডাররা নির্ভরতা দিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধেও একই পারফরম্যান্স আশা করছি। ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিংও মনে করছেন, ইংল্যান্ড খুবই শক্তিশালী প্রতিপক্ষ।
ভারতের সেরা ড্র্যাগ ফ্লিকার বলেন, ওদের হারাতে গেলে সেরা পারফরম্যান্স মেলে ধরতে হবে। সতীর্থদের সেটাই বলেছি। আমরা প্রতিটি ম্যাচ ধরে পরিকল্পনা করছি। ইংল্যান্ডের জন্যও আমাদের বিশেষ স্ট্র্যাটেজি রয়েছে। বিশেষ করে পেনাল্টি কর্নার কাজে লাগাতেই হবে। নিঃসন্দেহে এই স্কিলে ওদের থেকে এগিয়ে রয়েছি।
advertisement
স্পেনের বিরুদ্ধে ছন্দে ছিলেন না হরমনপ্রীত। পাঁচটি পেনাল্টি কর্নারের মধ্যে একটিও কাজে লাগাতে পারেননি। সঙ্গে একটি পেনাল্টি স্ট্রোকও মিস করেছেন। হকি বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনকে ২-০ গোলে হারিয়ে আত্মতুষ্ট নয় ভারত। বরং সতর্ক কোচ গ্রাহাম রিড।
তিনি বলেন, ‘রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন লড়াই অপেক্ষা করছে। ওরা স্পেনের থেকেও শক্তিশালী দল। র্যাঙ্কিংয়ে ইংল্যান্ড (৫) আমাদের থেকে এক ধাপ এগিয়ে। কমনওয়েলথ গেমসেই বুঝতে পেরেছি, ইংল্যান্ড কতটা কঠিন প্রতিপক্ষ। তবে রবিবার জিতলে কোয়ার্টার-ফাইনাল খেলার দিকে আরও একধাপ এগিয়ে যাব। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের মিডফিল্ডকে বাড়তি দায়িত্ব নিতে হবে সেটা পরিষ্কার। এই ব্যাপারে রিমোট থাকবে মনপ্রীত এবং হার্দিক হাতে।