আজ থেকে প্রায় চার-পাঁচ বছর আগে তারা ভারতীয় হকির যাবতীয় দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয়। সেই থেকে একটা রাজ্য সরকার দেশের অন্যতম সফল খেলার পৃষ্ঠপোষকতা করে আসছে। এটা নজিরবিহীন ঘটনা। হাতে আর ঠিক এক সপ্তাহ। ১৩ তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হয়ে যাবে হকি বিশ্বকাপ।
বিশ্বকাপ জিতলে ভারতীয় হকি দলের প্রত্যেকে পাবেন এক কোটি টাকা করে। দেবে ওড়িশা সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বৃহস্পতিবার এই ঘোষণা করলেন। তিনিই রৌরকেল্লার বীরসা মুন্ডা হকি স্টেডিয়াম কমপ্লেক্সে বিশ্বকাপ ভিলেজের উদ্বোধন করেন। এই ভিলেজ নজিরবিহীন দ্রুততায় মাত্র ন’মাসেই তৈরি হয়েছে। এই অনুষ্ঠানেই নবীন পট্টনায়ক সময় কাটান ভারতীয় হকি দলের খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে।
advertisement
সেখানেই তিনি প্রতিশ্রুতি দেন, চ্যাম্পিয়ন হলে খেলোয়াড়দের প্রত্যেককে দেওয়া হবে এক কোটি টাকা করে। মোট ১৬টি দেশ খেলবে। প্রথম দিনই গ্রুপে ভারতের ম্যাচ স্পেনের সঙ্গে। ভারতের অন্য ম্যাচগুলি যথাক্রমে ১৫ জানুয়ারি (ইংল্যান্ড) ও ১৯ জানুয়ারি (ওয়েলস)। ভারতীয় হকি দলের অন্যতম অভিজ্ঞ সদস্য অমিত রোহিদাস নিজে ওড়িশার ছেলে।
তিনি জানিয়েছেন তার রাজ্যের সরকারের এমন ঘোষণার পর হকি খেলোয়াড়রা বাড়তি মোটিভেশন নিয়ে মাঠে নামবেন। টাকার জন্য শুধু নয়, নিজেদের দেশের মাটিতে ভারত চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই খেলবে। ভারতের কোচ এবং বাকি তারকা খেলোয়াড়রাও মনে করেন এই পুরস্কার অবশ্যই একটা বাড়তি মোটিভেশন দলের কাছে।