আরও পড়ুন - ফিরেই যেন মিসাইল ছুড়লেন! বুমরাহর ইয়র্কারে বোল্ড হয়ে হাততালি ফিঞ্চের
অক্টোবরের শেষে ওড়িশায় প্রো-লিগ রয়েছে। তারই প্রস্তুতিতে বেঙ্গালুরুতে জাতীয় শিবিরে ছিলেন সৃজেশ। শিবির শেষে বাড়ি ফিরছিলেন তিনি। সন্ধে ৭টা নাগাদ কোচির বিমান ধরার জন্য পৌঁছে যান সৃজেশ। তাঁর সঙ্গে ছিল হকি কিট। পরীক্ষার পর বিমান সংস্থার কর্মীরা জানান, নিয়মে যা রয়েছে, তার থেকে সৃজেশের হকি স্টিক তিন ইঞ্চি বেশি লম্বা।
advertisement
ফলে তাঁকে অতিরিক্ত টাকা দিতে হবে। অতিরিক্ত টাকা দেওয়ার পরেই সৃজেশ এই ঘটনার কথা টুইটারে পোস্ট করেন। লেখেন, আন্তর্জাতিক হকি সংস্থা আমাকে ৪১ ইঞ্চির স্টিক নিয়ে খেলার অনুমতি দিয়েছে। কিন্তু বিমানে ৩৮ ইঞ্চির বেশি লম্বা স্টিক নিয়ে ওঠার নিয়ম নেই। কী করা উচিত এবার? লুট করা হয়েছে আমাকে।
ওই বিমান সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন ভারতীয় ক্রীড়া-প্রেমীরা। দেশের একজন আইকন শ্রীজেশকে এভাবে হেনস্থা হতে হওয়ায় বিহিত চেয়েছেন অনেকে। হকি ইন্ডিয়ার পক্ষ থেকে অবশ্য এই নিয়ে কিছু জানানো হয়নি। তবে এর ফলে ওই বিমান সংস্থার সুনাম কিছুটা খারাপ হল তাতে সন্দেহ নেই।