TRENDING:

সর্দারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তাঁর বাগদত্তার

Last Updated:

নিজের বাগদত্তাই এবার যৌন হেনস্তার অভিযোগ আনল ভারতীয় হকি দলের অধিনায়ক সর্দার সিং-এর বিরুদ্ধে ৷ ব্রিটিশ হকি দলের ভারতীয় বংশোদ্ভূত ওই খেলোয়াড়ের অভিযোগ, সর্দার তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লুধিয়ানা: নিজের বাগদত্তাই এবার যৌন হেনস্তার অভিযোগ আনল ভারতীয় হকি দলের অধিনায়ক সর্দার সিং-এর বিরুদ্ধে ৷ ব্রিটিশ হকি দলের ভারতীয় বংশোদ্ভূত ওই খেলোয়াড়ের অভিযোগ, সর্দার তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন ৷ ২০১২ সালে লন্ডন অলিম্পিকের সময় সর্দারের সঙ্গে পরিচয় হয়েছিল ২১ বছরের ওই তরুণীর ৷ চার বছর আগে সর্দারের সঙ্গে তাঁর বাগদান পর্বও সারা হয়ে গিয়েছিল ৷ এরপর গতবছর মেয়েটির জোর করে গর্ভপাত করান বলেও অভিযোগ সর্দারের বিরুদ্ধে ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

লুধিয়ানা পুলিশ কমিশনার পি এস উমরানানগাল জানান, ‘‘ লিখিত অভিযোগ মহিলার থেকে আমরা পেয়েছি ৷ তবে কোনও এফআইআর দায়ের করা হয়নি ৷ মহিলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে ৷’’ তরুণীর আরও অভিযোগ, গর্ভপাতের পর সর্দার তাঁর সঙ্গে আর কোনও সম্পর্ক রাখেননি ৷ বাগদান হয়ে যাওয়ার পরেও বিয়ে করতে চাইছেন না ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
সর্দারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তাঁর বাগদত্তার