TRENDING:

Igor Stimac on IPL : আইপিএল নিয়ে বাড়াবাড়িতে ভুগতে হচ্ছে ভারতীয় ফুটবলকে! রেগে আগুন সুনীলদের কোচ

Last Updated:

Indian football team coach Igor Stimac furious as football calendar is adjusted according to IPL. আইপিএল নিয়ে বাড়াবাড়িতে ভুগতে হচ্ছে ভারতীয় ফুটবলকে! রেগে আগুন সুনীলদের কোচ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ক্রিকেটপ্রেমী দেশ ভারতবর্ষ। এদেশে ক্রিকেট ধর্মের অন্য নাম। গরিব থেকে বড়লোক, ক্রিকেট নিয়ে আগ্রহ নেই এমন লোক কম। কাশ্মীর থেকে কন্যাকুমারী ক্রিকেটের বিস্তার সারা দেশ জুড়ে। সে তো আগেও ছিল। কিন্তু আইপিএলের নতুন রেকর্ড গড়া টাকার খেলায় এবার প্রভাব পড়তে চলেছে দেশের ফুটবলে। সেটা মেনে নিতে পারছেন না সুনীল ছেত্রীদের কোচ ইগর স্তিমাচ।
আইপিএল নিয়ে বাড়াবাড়িতে ভুগতে হচ্ছে ভারতীয় ফুটবলকে! রেগে আগুন সুনীলদের কোচ
আইপিএল নিয়ে বাড়াবাড়িতে ভুগতে হচ্ছে ভারতীয় ফুটবলকে! রেগে আগুন সুনীলদের কোচ
advertisement

ক্রোয়েশিয়ান কোচ বলছেন ক্রিকেট নিয়ে আমার সমস্যা নেই। কিন্তু ক্রিকেটের জন্য ভারতবর্ষের ফুটবলের সমস্যা তৈরি হলে আমি চুপ থাকব না। সত্যি কথা বলতে ভয় পাই না। তাই সরাসরি বলছি আইপিএলের জন্য ক্ষতি হচ্ছে ভারতীয় ফুটবলের। কিছুটা ভীত, কিছুটা আশঙ্কায় জাতীয় ফুটবল দলের কোচ ইগর স্তিমাচ। মাঠে জাপান, কোরিয়া এখন আর তাঁর প্রধান শত্রু নয়, মাঠের বাইরে আইপিএলের সঙ্গে লড়াইটাই বেশি কঠিন মনে করছেন তিনি।

advertisement

স্তিমাচের আশঙ্কা, ক্রিকেটের এই বাড়বাড়ন্তে ক্ষতিগ্রস্ত হতে পারে ফুটবল। ভারতকে এশিয়ান কাপে তোলার পর আবার মুখ খুললেন তিনি।

advertisement

এবার আরও বেশি কঠিন শোনাল তাঁর গলা। অতীতে আইপিএল বা ক্রিকেটের কারণে ভারতীয় ফুটবলের সূচি পরিবর্তনের ঘটনা দেখা গিয়েছে। গত বছরই আইপিএলের কারণে দেরিতে আইএসএলের মরসুম শুরু হয়েছিল।

স্তিমাচ চাইছেন না সেটা হোক। বলেছেন, সবাই ভাবছে তারা জাতীয় দলের জন্য বিরাট কাজ করছে। মরসুম যে আরও বড় হওয়া দরকার এবং ফুটবলারদের বেশি ম্যাচ খেলা দরকার, এটা দিনের আলোর মতো পরিষ্কার। অন্তত ১০-১১ মাস ধরে ওদের খেলা উচিত। ৬-৮ সপ্তাহের বিরতি যথেষ্ট। সে ভাবেই বছরের ক্যালেন্ডার তৈরি করতে হবে।

advertisement

ফুটবলের ক্যালেন্ডারকে কোনও ভাবেই আইপিএল বা সম্প্রচারের উপরে নির্ভর করলে চলবে না। ফুটবলের উন্নতি করতে গেলে এটা এখনই বন্ধ হওয়া দরকার। মনে রাখতে হবে এশিয়ায় বাকি দেশ যারা নিয়মিত এশিয়ান কাপ খেলে তাদের নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলতে হয় বছরে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অন্য খেলার ওপর তাদের ভাগ্য নির্ভর করে না। ভারতে ব্যাপারটা পরিবর্তন করা দরকার। না হলে আমরা নিজেদের ভাগ্য বদলাতে পারব না। যারা ফুটবল ভালোবাসে তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Igor Stimac on IPL : আইপিএল নিয়ে বাড়াবাড়িতে ভুগতে হচ্ছে ভারতীয় ফুটবলকে! রেগে আগুন সুনীলদের কোচ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল