কেন্দ্র সরকারকে মিথ্যা কথা বলে ফেডারেশনের চেয়ারে। খেলার চেয়ে রাজনীতিতে ব্যস্ত থেকেছে চিরকাল। শেষ তিন বছরে, ভারতীয় ফুটবল ক্রমশ পিছিয়েছে। ফেডারেশন সভাপতির চেয়ারকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন কল্যাণ চৌবে। এই মারাত্মক অভিযোগ ভাইচুং ভুটিয়ার৷
advertisement
এমনকি সৌদি আরবের সঙ্গে সমঝোতায় এশিয়ান কাপের আয়োজনও হাতছাড়া করেছে ভারত। অভিযোগ পাহাড়ি বিছের। সরকারি হস্তক্ষেপ থাকলে নিজেও ফেডারেশনের নির্বাচনে লড়াই করতে রাজি নন ভাইচুং।
এদিকে একের পর অভিযোগে বিদ্ধ কল্যাণ চৌবে ভাইচুংকে পাল্টা দিলেন৷ ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের দাবি, ২০২২ ফেডারেশনের ভোটে হেরে যাওয়ার পর থেকেই একাধিক ভিত্তিহীন অভিযোগে এআইএফএফ-কে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন বাইচুং।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 20, 2025 10:02 PM IST