দ্বিতীয় দিনে ভারতের ৪জন বড় তারকার জন্য কোনো বিড হয়নি। কোটি টাকার খেলায় তাঁরা রইলেন আনসোল্ড হয়ে। কোনও দল তাঁদের নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখাল না। তাঁরা হলেন পৃথ্বী শ, শার্দুল ঠাকুল, অজিঙ্কা রাহানে, দেবদত্ত পাড্ডিকল। কোনো ফ্র্যাঞ্চাইজি এই তারকাদের জন্য বিড করেনি।
আরও পড়ুন- IPL-এ একটি ম্যাচ হারলে মালিকের কত টাকার ক্ষতি হয়? অঙ্ক জানলে মাথা ঘুরে যাবে
advertisement
দ্বিতীয় দিনের নিলাম কেন উইলিয়ামসনকে নিয়ে শুরু হলেও তাঁকে দলে নিতে চায়নি কোনও দল। এর পর অনেক ভারতীয় খেলোয়াড়ের নাম আসে। মায়াঙ্ক আগরওয়ালকে কেউ বিড করেনি। এর পর অজিঙ্কা রাহানে, পৃথ্বী শ ও শার্দুল ঠাকুরের নাম এলেও কেউ বিড করেননি। তবে নিলাম শেষ হলে ফ্র্যাঞ্চাইজি আবারও পছন্দের খেলোয়াড় কিনতে পারবে।
শ গত বছর পর্যন্ত দিল্লি ক্যাপিটালে ছিলেন। তিনি আইপিএল ২০২৪-এ আটটি ম্যাচও খেলেছিলেন। তবে, তাঁর পারফরম্যান্স খারাপ ছিল। এর পর তাঁকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল। তাঁর জায়গায় আসা জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক দুর্দান্ত পারফর্ম করেছিলেন। সেই কারণে শ’র ফিরে আসার কোনও সম্ভাবনা ছিল না। গত মরসুমে ৮ ম্যাচে মাত্র ১৯৮ রান করেছিলেন শ।
আরও পড়ুন- কেকেআরের চ্যাম্পিয়ন প্লেয়ারকে ছিনিয়ে নিল অন্য দল, নিলামে দর্শক হয়ে দেখল নাইটরা
গত মরসুমে এই সব খেলোয়াড়ের পারফরম্যান্স ভাল ছিল না। গত বছর খেলেছেন অজিঙ্কা রাহানে। কিন্তু পারফরম্যান্স ভাল হয়নি। ৭ ম্যাচে ৩৮ রান করেছিলেন দেবদত্ত। শার্দুল ঠাকুর সিএসকে-র জার্সিতে খেলেছিলেন। এ বছর তাঁকে দলে রাখা হয়নি। সিএসকেও নিলামে তাঁকে বিড করেনি।