TRENDING:

টাকা-পয়সা বন্ধ দুই 'অবাধ্য' ক্রিকেটারের, ভবিষ্যৎ অন্ধকার! বিরাট শাস্তি দিল বিসিসিআই

Last Updated:

Shyeras Iyer and Ishan Kishan: ঈশান কিষান ও শ্রেয়র আইয়ারকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিল বিসিসিআই। এই দুই ক্রিকেটারের উপর বোর্ড কর্তারা যে ক্ষুব্ধ, সে খবর আগেই ছিল। এবার যেন সেই খবরে শিলমোহর পড়ল!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। সেই নির্দেশ মানেননি দুই ক্রিকেটার। বিসিসিআই-এর বিরুদ্ধে কার্যত অঘোষিত বিদ্রোহ ছিল তাঁদের। নিজেরাও হয়তো জানতেন, ফল ভাল হবে না!
advertisement

ঈশান কিষান ও শ্রেয়র আইয়ারকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিল বিসিসিআই। এই দুই ক্রিকেটারের উপর বোর্ড কর্তারা যে ক্ষুব্ধ, সে খবর আগেই ছিল। এবার যেন সেই খবরে শিলমোহর পড়ল!

এ গ্রেডে রয়েছেন চারজন- বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা।

আরও পড়ুন- ৩৫০০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে iPhone 14, এই ধামাকা অফারের লাভ তুলবেন কীভাবে

advertisement

বি গ্রেডে রয়েছেন ৬ জন ক্রিকেটার- মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, আর অশ্বিন, হার্দিক পান্ডিয়া, কে এল রাহুল ও শুভমান গিল।

আরও পড়ুন- ৩৫০০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে iPhone 14, এই ধামাকা অফারের লাভ তুলবেন কীভাবে

সি গ্রেডে রয়েছেন ১৫ জন- রিঙ্কু সিং, তিলক বর্মা, রুতুরাজ গায়কওয়াড়, শার্দুল ঠাকুর, শিবম দুবে, রবি বিষ্ণোই, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আরশদীপ সিং, কেএস ভরত, প্রসিধ কৃষ্ণা, আভেশ খান এবং রজত পাতিদার।

advertisement

বিসিসিআই জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ন্যূনতম ৩টি টেস্ট বা ৮টি ওয়ানডে বা ১০টি টি-টোয়েন্টি খেলা ক্রিকেটার প্রো-রাটা ভিত্তিতে গ্রেড সি-তে অন্তর্ভুক্ত হবেন।

উদাহরণস্বরূপ, ধ্রুব জুরেল এবং সরফরাজ খান এখনও পর্যন্ত ২টি টেস্ট ম্যাচ খেলেছেন। তাঁরা যদি ধর্মশালা টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে অংশ নেন তা হলে তাঁদের গ্রেড সি-তে অন্তর্ভুক্ত করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

বিসিসিআই উল্লেখ করেছে, ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি। বোর্ড এটাও জানিয়েছে, জাতীয় দলের ডিউটি না থাকলে ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দেওয়া হয়।

বাংলা খবর/ খবর/খেলা/
টাকা-পয়সা বন্ধ দুই 'অবাধ্য' ক্রিকেটারের, ভবিষ্যৎ অন্ধকার! বিরাট শাস্তি দিল বিসিসিআই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল