এআই-জেনারেটেড কিছু ছবি সারা দেশে হইচই ফেলে দিয়েছে। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স-কে কেন বলা হচ্ছে পৃথিবীর ভবিষ্যৎ, এই ছবিগুলি যেন তারই প্রমাণ!
ছবির এই সিরিজ ইন্টারনেটকে চমকে দিয়েছে। মহাকুম্ভ মেলা, বিশ্বের বৃহত্তম ধর্মীয় উৎসব হিসাবে বিবেচিত, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছিল।
আরও পড়ুন- ঘরের মাঠে কেরালা বধ ইস্টবেঙ্গলের, জয়ের পথে ফিরে জিইয়ে প্লে অফের আশা
advertisement
এই পবিত্র মেলায় লক্ষ লক্ষ মানুষ এসেছেন। ত্রিবেণী সঙ্গমে তিনটি পবিত্র নদী গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গমে পবিত্র ডুব দিতে পৌঁছেছেন বহু মানুষ। মহাকুম্ভ ২০২৫-এ জনপ্রিয় ভারতীয় ক্রিকেটারদের AI-জেনারেট ছবি ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রাম পেজ @thebhartarmy শেয়ার করেছে এই AI ছবিগুলি। ক্রিকেট তারকারা সাধুর পোশাক পরে কেমন দেখতে লাছেন! দেখা যাবে সেখানে। এমএস ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার এবং আরও অনেকের ছবি রয়েছে।
শেয়ার করার পর থেকে ফটোগুলি ১০৮,০০০ লাইক পেয়েছে। উল্লেখ্য, মহাকুম্ভ মেলা ২০২৫ প্রয়াগরাজে ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। কুম্ভ মেলার প্রথম ১০ দিনে ১০ কোটিরও বেশি ভক্ত সঙ্গমের জলে ডুব দিয়েছেন। ৪৫ দিনের উৎসব শেষে এই সংখ্যা ৪০ কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন- শপিং মলে প্রিয় ফুটবলারদের সঙ্গে আড্ডা-খেলা, জমে গেল মোহনবাগানের ‘মিট-অ্যান্ড-গ্রিট’ ইভেন্ট
১৪ জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষে প্রথম অমৃত স্নানের আয়োজন করা হয়েছিল। পরবর্তী প্রধান স্নানের তারিখের মধ্যে রয়েছে ২৯ জানুয়ারি (মৌনী অমাবস্যা – ২য় পবিত্র স্নান), ৩ ফেব্রুয়ারি (বসন্ত পঞ্চমী – ৩য় পবিত্র স্নান), ১২ ফেব্রুয়ারি (মাঘী পূর্ণিমা), এবং ২৬ ফেব্রুয়ারি (মহা শিবরাত্রি)।