মহারাষ্ট্র সরকারের কাছে ক্রিকেট অ্যাকাডেমি গড়ার জন্য জমি চেয়েছিলেন সানি। মুম্বইয়ের বান্দ্রা এলাকায় ২০০০ বর্গমিটার জমি সুনীল গাভাসকরকে ৩৬ বছর আগে দিয়েছিল প্রশাসন। সেখানে ইন্ডোর ক্রিকেট অ্যাকাডেমি গড়ার কথা ছিল। কিন্তু এতদিনে তা না হওয়ায় এবার সিদ্ধান্ত বদল করল মহারাষ্ট্র সরকার।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এত বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল জমিটি। এমনকী বেশ কিছু জমি জবরদখলও হয়ে গিয়েছে। সুনীল গাভাসকরকে এই বিষয়টি জানানো হয় ও জমি ফেরত চাওয়া হয় প্রশাসনের তরফে। সেই মত ২০২২ সালে জমি ফেরত দেয় প্রাক্তন ভারতীয় কিংবদন্তী ব্যাটার।
advertisement
আরও পড়ুনঃ IND vs BAN: দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে বড় বদল! পাল্টে যাবে একাদশ? মহাচমক দেবেন গম্ভীর!
এবার গাভাসকরকে দেওয়া সেই জমি অজিঙ্কা রাহানে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে। তবে তার আগে কিছু কাজ রয়েছে। দখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধারের চেষ্টা করবে প্রশাসন। তারপর পুরো জমিটিই ক্রিকেট অ্যাকাডেমি করার জন্য তুলে দেওয়া হবে অজিঙ্কা রাহানেকে।