মেঘালয়ের বিরুদ্ধে ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই। এই ম্যাচে খেলছেন না রোহিত, শ্রেয়স, যশস্বীদের মত তারকারা। ইনিংসের প্রথম ওভারেই মেঘালয়ের ওপেনার নিশান্ত চক্রবর্তীকে আউট করেন শার্দুল। প্রথম থেকেই নড়বরে দেখাচ্ছিল মেঘালয়ের ব্যাটারদের। তৃতীয় ওভারে ফের বল করতে এসে একাই মেঘালয়য়ের ব্যাটিং লাইন ধসিয়ে দেন শার্দুল ঠাকুর।
advertisement
তৃতীয় ওভারের প্রথম তিনটি বলে কোনও উইকেট না পেলেও পরের তিনটি বলে পরপর উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন শার্দুল। চতুর্থ বলে অনিরুদ্ধ, পঞ্চম বলে সুমিত কুমার, ষষ্ঠ বলে জসকিরৎ সিং-এর উইকেট নেন শার্দুল ঠাকুর। তিনজনের কেউই খাতা খুলতে পারেননি। ঘরোা ক্রিকেটের ইতিহাসে মুম্বইয়ের পঞ্চম বোলার হিসেবে রঞ্জি ট্রফিতে হ্যাটট্রিক করেন শার্দুল ঠাকুর।
আরও পড়ুন: KKR News: কেকেআর তারকার ‘মায়াজাল’! আইপিএলের আগেই স্বপ্নপূরণ! এবার বিপক্ষের কপালে দুঃখ আছে
প্রসঙ্গত, এর আগে রনজি ট্রফিতে ব্যাট হাতেও নিজের কামাল দেখিয়েছেন শার্দুল ঠাকুর। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে দলের তারকা ব্যাটাররা যেখানে ব্যর্থ হয়েছিল তখন দলকে একার হাতে টানেন শার্দুল। সেঞ্চুরি করেছিলেন। জাতীয় দলের হয়ে ব্যাট হাতে একাধিকবার কামাল দেখিয়েছন শার্দুল। রনজি ট্রফিতে একের পর এক দুরন্ত পারফরম্যান্সের পর জাতীয় দলে শার্দুল ফিরতে পারেন কিনা সেটাই দেখার।