TRENDING:

যমজ সন্তানের বাবা হলেন ভারতীয় ক্রিকেটার, শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দম্পতি

Last Updated:

Indian Cricketer Became Father Of Twin Sons: আইপিএলের পরই সুখবর। বাবা হলেন ভারতীয় ক্রিকেটার। ঘর আলো করে এল একসঙ্গে যমজ সন্তান। শুভেচ্ছা জোয়ারে ভাসছেন দম্পতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আইপিএলের পরই সুখবর। বাবা হলেন ভারতীয় ক্রিকেটার তথা কেকেআরের প্রাক্তন অধিনায়ক নীতিশ রানা। ভারতীয় ক্রিকেটার নীতিশ রানা ও তাঁর স্ত্রী শাচী মারওহার জীবনে এসেছে একসঙ্গে জোড়া সুখবর। এই দম্পতি সম্প্রতি যমজ পুত্র সন্তানের বাবা-মা পেয়েছেন। নীতিশ রানা নিজেই সোশ্যাল মিডিয়ায় এই সুখবরটি ভাগ করে নিয়েছেন তাঁর ভক্ত ও শুভানুধ্যায়ীদের সঙ্গে।
News18
News18
advertisement

ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে তিনি লেখেন, “আমাদের জীবনের নতুন শুরু, আমাদের আকাশে দুটি ছোট তারা।” পোস্টটির সঙ্গে তিনি দুই নবজাতকের একটি ঝলকও শেয়ার করেন, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।এই সংবাদ ছড়িয়ে পড়ার পর, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার বন্যা বয়ে যায়। ম

শুধু সাধারণ ভক্তরাই নয়, ভারতীয় ক্রিকেট জগতের একাধিক ব্যক্তিত্ব ও সহখেলোয়াড়ও তাঁদের শুভেচ্ছা জানান। ঋষভ পন্থের বোন, ভেঙ্কটেশ আইয়ার, পীযূষ চাওলা, রাহুল তেওয়াটিয়া এবং রমনদীপ সিংসহ অনেকেই নীতিশ ও শাচীকে অভিনন্দন জানিয়েছেন এবং নবজাতকদের জন্য শুভকামনা পাঠিয়েছেন।

advertisement

আরও পড়ুনঃ Air India Plane Crash: আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় ভারতীয় ক্রিকেটারের মৃত্যু! অবশেষে জানা গেল নাম, দলের তরফে শোক প্রকাশ

নীতিশ রানা ২০২৫ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন এবং অতীতে টিম ইন্ডিয়ার হয়ে তিনটি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন। যার মধ্যে দুটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে রয়েছে। যদিও আন্তর্জাতিক কেরিয়ার সীমিত, তিনি ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করে চলেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

নতুন দুই সদস্যের আগমনে নীতিশ ও শাচীর জীবনে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। এই মুহূর্তে তাঁরা পরিবারকে সময় দিতে বেশ উৎসাহিত এবং আনন্দিত। ক্রিকেট মহল, ভক্ত ও সহকর্মীদের কাছ থেকে যে ভালোবাসা ও আশীর্বাদ তাঁরা পাচ্ছেন, তা নিঃসন্দেহে এই জুটির জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
যমজ সন্তানের বাবা হলেন ভারতীয় ক্রিকেটার, শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দম্পতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল