ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে তিনি লেখেন, “আমাদের জীবনের নতুন শুরু, আমাদের আকাশে দুটি ছোট তারা।” পোস্টটির সঙ্গে তিনি দুই নবজাতকের একটি ঝলকও শেয়ার করেন, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।এই সংবাদ ছড়িয়ে পড়ার পর, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার বন্যা বয়ে যায়। ম
শুধু সাধারণ ভক্তরাই নয়, ভারতীয় ক্রিকেট জগতের একাধিক ব্যক্তিত্ব ও সহখেলোয়াড়ও তাঁদের শুভেচ্ছা জানান। ঋষভ পন্থের বোন, ভেঙ্কটেশ আইয়ার, পীযূষ চাওলা, রাহুল তেওয়াটিয়া এবং রমনদীপ সিংসহ অনেকেই নীতিশ ও শাচীকে অভিনন্দন জানিয়েছেন এবং নবজাতকদের জন্য শুভকামনা পাঠিয়েছেন।
advertisement
নীতিশ রানা ২০২৫ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন এবং অতীতে টিম ইন্ডিয়ার হয়ে তিনটি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন। যার মধ্যে দুটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে রয়েছে। যদিও আন্তর্জাতিক কেরিয়ার সীমিত, তিনি ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করে চলেছেন।
নতুন দুই সদস্যের আগমনে নীতিশ ও শাচীর জীবনে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। এই মুহূর্তে তাঁরা পরিবারকে সময় দিতে বেশ উৎসাহিত এবং আনন্দিত। ক্রিকেট মহল, ভক্ত ও সহকর্মীদের কাছ থেকে যে ভালোবাসা ও আশীর্বাদ তাঁরা পাচ্ছেন, তা নিঃসন্দেহে এই জুটির জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।