জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার উদীয়মান ক্রিকেটার ফরিদ হুসেনের মর্মান্তিক মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। ফরিদ হুসেন ২০ আগস্ট একটি সড়ক দুর্ঘটনার শিকার হন। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, তিনি দুই চাকার গাড়ি চালানোর সময় একটি চলন্ত গাড়ির যাত্রী হঠাৎ দরজা খুলে দেন। এতে দরজার সঙ্গে ধাক্কা লেগে ফরিদ রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পথচারীরা সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করতে ছুটে আসেন, কিন্তু চিকিৎসার আগেই তাঁর মৃত্যু হয়।
advertisement
স্থানীয়ভাবে জনপ্রিয় এই ক্রিকেটার শুধু নিজেই একজন প্রতিভাবান খেলোয়াড় ছিলেন না, বরং তাঁর অঞ্চলের বহু তরুণ ক্রিকেটারের জন্য অনুপ্রেরণা হিসেবে পরিচিত ছিলেন। নিয়মিত স্থানীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করতেন এবং ক্রিকেটে পেশাদার ভবিষ্যতের স্বপ্ন দেখতেন। আগামীতে তাঁর উজ্জল কেরিয়ার ছিল বলেও মনে করেন অনেকেই।
আরও পড়ুনঃ Asia Cup 2025: কে জিতবে এবারের এশিয়া কাপ? হয়ে গেল বড় ভবিষ্যদ্বাণী!
ফরিদের অকালমৃত্যু তাঁর পরিবার, বন্ধু এবং ভক্তদের মধ্যে গভীর শোকের পরিবেশ। ক্রিকেট মহলে এই দুর্ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে পথ নিরাপত্তা নিয়ে। ফরিদের দুর্ঘটনার যে ভিডিও সামনে এসেছে তা দেখে আঁতকে উঠেছেন অনেকেই। ফরিদ হুসেনের স্মৃতিকে সম্মান ও শ্রদ্ধা জানাতে স্থানীয় ক্রীড়া সংগঠনগুলো নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।