তার অন্যতম কারণ অবশ্যই আইরিশদের হোয়াইটওয়াশের হাতছানি। সাধারণত এই ধরনের ম্যাচে টিম ম্যানেজমেন্ট রিজার্ভ বেঞ্চ পরখ করে নিতে চায়। কোচ সীতাংশু কোটাকও সেই পথে হাঁটতে চাইবেন। কারণ, তাঁর চোখ এশিয়ান গেমসে। এই প্রতিযোগিতায় অংশ নেবে ভারতের দ্বিতীয় সারির দল। তাই প্রথম দুই টি-২০’তে যাঁরা সুযোগ পাননি, তাঁদের খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
advertisement
কিন্তু যশপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণারা চোট সারিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন। তাঁদের লক্ষ্য আরও বেশি করে ম্যাচ খেলা। তাই বুমরাহ বা প্রসিদ্ধ হয়তো এত সহজে রিজার্ভ বেঞ্চে বসতে চাইবেন না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাড়া জাগিয়ে শুরু করলেও আইরিশদের বিরুদ্ধে তিলক ভার্মার ব্যাটে রান আসেনি।
ছন্দে ফেরার জন্য তাঁর কাছে ভালো মঞ্চ হতে পারে তৃতীয় টি-২০ ম্যাচ। এশিয়া কাপ স্কোয়াডে আছেন তিলক। তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ ক্রমশ চড়ছে। এই সুযোগ নিশ্চয়ই হেলায় হারাতে চাইবেন না মুম্বই ইন্ডিয়ান্সের এই উদীয়মান তারকা। তবে ভারতীয় দলে কিছু পরিবর্তন হতেই পারে। অর্শদীপ সিংয়ের পরিবর্তে খেলতে পারেন পেস বোলার আভেশ খান। অভিষেকের সম্ভাবনা রয়েছে জিতেশ শর্মারও। গত ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন রিঙ্কু সিং। এই ম্যাচেও নজর থাকবে তাঁর উপরেও।