নকভি জানিয়েছেন পিসিবি আশা করছে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতে পাকিস্তানে একটি বড় সংখ্যায় ভারতীয় ক্রিকেটপ্রেমী আসবে৷ তিনি চান ভারতীয় ফ্যানরা পাকিস্তানে এসে লাহোরে আয়োজিত হতে চলা ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখুক৷ একটি সংবাদপত্র নকভিকে উদ্ধৃত করে জানিয়েছে, ‘‘ভারতীয় ফ্যানদের জন্য একটি বিশেষ কোটা রাখা হবে৷ আমরা দ্রুত ভিসা দেওয়ার জন্য উপযুক্ত পদক্ষেপ নেব৷’’
advertisement
পাকিস্তানে আগামী বছরের ফেব্রুয়ারি -মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন হবে৷ কিন্তু আইসিসি এখনও এই টুর্নামেন্টের ক্রীড়াসূচি ঘোষণা করেনি কারণ ভারত আদৌ পাকিস্তানে নিজেদের ক্রিকেট দলকে খেলতে পাঠাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে৷ পাকিস্তান যেতে আদৌ কি ভারতীয় ক্রিকেট দল অনুমতি পায়৷
বলার বিষয় বিসিসিআই আগেই বলে দিয়েছে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেবে না৷ ভারতীয় দল নিউট্রাল ভ্যেনুতে খেলতে চেয়েছে৷ ২০২৩ এ ওয়ানডে এশিয়া কাপে ভারত হাইব্রিড মডেলে খেলেছিল৷ সেখানে ভারত শ্রীলঙ্কায় ম্যাচ খেলেছিল৷ পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির কার্যক্রম পুরোপুরি আইসিসিকে সঁপে দিয়েছে৷ যেখানে ভারতের সব ম্যাচ এবং সেমিফাইনাল ও ফাইনাল সবই লাহোরে হওয়ার কথা৷
ভারত ও পাকিস্তানের ম্যাচ ১ মার্চ হওয়ার কথা৷ এখন এটাই দেখার ভারত সরকার আদৌ ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানে খেলতে পাঠায় কিনা৷