TRENDING:

India in Pakistan: ক্রিকেট ফ্যানদের জন্য দারুণ সুখবর, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দ্রুত ভিসা জারি করবে পাকিস্তান, ভারতীয়রাও যেতে পারবে

Last Updated:

India in Pakistan: ভারত ও পাকিস্তানের ম্যাচ ১ মার্চ হওয়ার কথা৷ এখন এটাই দেখার ভারত সরকার আদৌ ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানে খেলতে পাঠায় কিনা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইসলামাবাদ: পাকিস্তান ক্রিকেট বোর্ডের  ( Pakistan Cricket Board) অধ্যক্ষ আর কেন্দ্র সরকারের মন্ত্রী মহসিন নকভি আগামী বছর আয়োজিত হতে চলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচের জন্য যে ভারতীয় দর্শকরা পাকিস্তান যেতে চায় তাদের ভিসা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে৷ তিনি আমেরিকার শিখ তীর্থযাত্রীদের একটি দলের সঙ্গে বৈঠকের সময় এই আশ্বাস দিয়েছেন৷
ভারত কি পাকিস্তানে যাবে
ভারত কি পাকিস্তানে যাবে
advertisement

নকভি জানিয়েছেন পিসিবি আশা করছে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতে পাকিস্তানে একটি বড় সংখ্যায় ভারতীয় ক্রিকেটপ্রেমী আসবে৷ তিনি চান ভারতীয় ফ্যানরা পাকিস্তানে এসে লাহোরে আয়োজিত হতে চলা ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখুক৷ একটি সংবাদপত্র নকভিকে উদ্ধৃত করে জানিয়েছে, ‘‘ভারতীয় ফ্যানদের জন্য একটি বিশেষ কোটা রাখা হবে৷ আমরা দ্রুত ভিসা দেওয়ার জন্য উপযুক্ত পদক্ষেপ নেব৷’’

advertisement

আরও পড়ুন – Cyclogenesis Probability: সাইক্লোন দানার হানার পরেই কি ফের বঙ্গোপসাগর কাঁপাবে সাইক্লোন, তৈরি হচ্ছে সাইক্লোনিক সার্কুলেশন

পাকিস্তানে আগামী বছরের ফেব্রুয়ারি -মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন হবে৷ কিন্তু আইসিসি এখনও এই টুর্নামেন্টের ক্রীড়াসূচি ঘোষণা করেনি কারণ ভারত আদৌ পাকিস্তানে নিজেদের ক্রিকেট দলকে খেলতে পাঠাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে৷ পাকিস্তান যেতে আদৌ কি ভারতীয় ক্রিকেট দল অনুমতি পায়৷

advertisement

বলার বিষয় বিসিসিআই আগেই বলে দিয়েছে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেবে না৷ ভারতীয় দল নিউট্রাল ভ্যেনুতে খেলতে চেয়েছে৷  ২০২৩ এ ওয়ানডে এশিয়া কাপে ভারত হাইব্রিড মডেলে খেলেছিল৷ সেখানে ভারত শ্রীলঙ্কায় ম্যাচ খেলেছিল৷ পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির কার্যক্রম পুরোপুরি আইসিসিকে সঁপে দিয়েছে৷ যেখানে ভারতের সব ম্যাচ এবং সেমিফাইনাল ও ফাইনাল সবই লাহোরে হওয়ার কথা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

ভারত ও পাকিস্তানের ম্যাচ ১ মার্চ হওয়ার কথা৷ এখন এটাই দেখার ভারত সরকার আদৌ ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানে খেলতে পাঠায় কিনা৷

বাংলা খবর/ খবর/খেলা/
India in Pakistan: ক্রিকেট ফ্যানদের জন্য দারুণ সুখবর, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দ্রুত ভিসা জারি করবে পাকিস্তান, ভারতীয়রাও যেতে পারবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল