TRENDING:

‘কোহলি- ধোনির পুজো বন্ধ হোক’ - নিদান হাঁকলেন গৌতম গম্ভীর, দাগলেন বড় তোপ

Last Updated:

বিরাটের শতরানের সেলিব্রেশন করছে গোটা দেশ৷ পূর্ব ভারতীয় ওপেনার ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথায় এই কথা বলে ফের একবার বিতর্কের আগুন জোরদার করেছেন৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : গৌতম গম্ভীর নিজের অদ্ভুত মন্তব্য করেন যাঁর জন্য তিনি শিরোনাম ছিনিয়ে নেন৷ যা মনে হয় তা মুখের ওপর বলে দেন। গম্ভীর সোজাসাপ্টা জানিয়েছেন ভারতীয় ক্রিকেটারদের হিরো হিসেবে পুজো করা বন্ধ হওয়া উচিত৷ তারকা ক্রিকেটারদের এক হাত নিয়ে এই কথা বলেছেন গৌতম গম্ভীর৷ গম্ভীরের মতে , কপিলদেব, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির মতো ক্রিকেটারদের ছেড়ে দল নিয়ে কথা বলা উচিত৷ পাশাপাশি তিনি পরামর্শ দিয়েছেন একজন ক্রিকেটারকে ছেড়ে ফোকাস করার পর দল এবং সব খেলোয়াড়দের ওপর নজর দিতে হয়৷ যাঁরা ছোট হলেও দলে যোগদান করেছেন৷
Indian Cricket Team: Gautam Gambhir
Indian Cricket Team: Gautam Gambhir
advertisement

গৌতম গম্ভীর ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়াজ এক্সচেঞ্জ প্রোগ্রামে বলেছেন, ‘‘ড্রেসিং রুমে স্টার বা হিরো তৈরি করে না৷  ভারতীয় ক্রিকেটের আসল হিরো হতে হবে কোনও ব্যক্তিকে নয়, কোনও একজন নয় সবার ওপর মন দিতে হবে৷ ’’

আরও পড়ুন -  কোনও ফি ছাড়াই পরীক্ষা,"সেট" নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা কলেজ সার্ভিস কমিশনের

advertisement

বিরাটকে নিয়ে কথা হয়েছে, কিন্তু ভুবনেশ্বর নয়- গম্ভীর

গম্ভীর এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে মোকাবিলার কথা উল্লেখ বলেন, ‘‘যে দিন বিরাট কোহলি ৭১ তম শতরান করেন তাহলে সেদিনই ছোট শহরের পেসার ভুবনেশ্বর কুমার ৫ উইকেট নিয়েছে৷ কোনও কিছু ওঁর বিষয়ে বলা হয়নি৷ এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক ৷  একজন কমেন্টেটর ছিলাম যে ভুবনেশ্বর কুমারের নামে উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন৷ সেদিন ৪ ওভারে ৫ উইকেট নিয়েছিলেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বিরাটের শতরানের সেলিব্রেশন করছে গোটা দেশ৷ পূর্ব ভারতীয় ওপেনার ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথায় এই কথা বলে ফের একবার বিতর্কের আগুন জোরদার করেছেন৷

বাংলা খবর/ খবর/খেলা/
‘কোহলি- ধোনির পুজো বন্ধ হোক’ - নিদান হাঁকলেন গৌতম গম্ভীর, দাগলেন বড় তোপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল