ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর ছিল, প্রাক্তন অলরাউন্ডার সব থেকে এগিয়ে ছিলেন আবেদনকারী প্রার্থীদের মধ্যে। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ দিন খেলার অভিজ্ঞতা থাকার জন্য বাকিদের থেকে এগিয়ে ছিলেন আগরকর। বেছে নিয়েছে ক্রিকেট উপদেষ্টা কমিটি। যে কমিটিতে আছেন সুলক্ষণা নায়েক, অশোক মালহোত্রা এবং যতীন পারাঞ্জাপে।
প্রধান নির্বাচকের পদের জন্য একাধিক আবেদনকারীর ইন্টারভিউ নেওয়া হয়েছিল। শেষে আগরকরের নাম সুপারিশ করেছে ক্রিকেট উপদেষ্টা কমিটি। যদিও ভারতীয় বোর্ডের সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ‘আগরকরই একমাত্র ইন্টারভিউ দিয়েছেন। ভার্চুয়ালি ইন্টারভিউ হয়েছে। কারণ পরিবারের সঙ্গে ছুটি কাটাতে উনি আপাতত বিদেশে আছেন।
দ্রুত আগরকরকে নিয়োগের প্রক্রিয়া সেরে ফেলতে চায় বিসিসিআই। যিনি সম্ভবত প্রধান নির্বাচকদের জন্য নির্ধারিত বেতনের বেশি টাকা পাবেন (সাধারণত এক কোটি টাকা পান প্রধান নির্বাচক)। বিসিসিআই চাইছে যে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজের দল নির্বাচন দিয়ে যাত্রা শুরু করুন আগরকর। অজিত মানসিকভাবে প্রস্তুত এই দায়িত্ব সামলানোর জন্য। ভারতীয় দল বেছে নেওয়ার ক্ষেত্রে নিজের সেরাটা দিতে চান মুম্বইকার।