TRENDING:

'ওর তো ছেলেদের পছন্দ', স্বামীকে ঘুঁষি মেরে ভয়ঙ্কর দাবি বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় বক্সারের

Last Updated:

Boxer Saweety Boora: বিবাহবিচ্ছেদের দাবি তুলেছিলেন তিনি। তার পর স্বামীকে সঙ্গে নিয়ে যান থানায়। তবে সেখানে বসেই স্বামী দীপক হুডাকে মারধর করেন স্ত্রী স্বাতী বোরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : বিবাহবিচ্ছেদের দাবি তুলেছিলেন তিনি। তার পর স্বামীকে সঙ্গে নিয়ে যান থানায়। তবে সেখানে বসেই স্বামী দীপক হুডাকে মারধর করেন স্ত্রী স্বাতী বোরা। তিনি পদকজয়ী বক্সার। একটি ভিডিও দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, স্বাতী থানায় বসেই তাঁর স্বামীকে ঘুঁষি মারতে ঝাঁপিয়ে পড়ছেন!
News18
News18
advertisement

দীপক কবাডি খেলোয়াড়। অর্জুন পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ। এবার সেই দীপক হুডার বিরুদ্ধে বড় দাবি তুললেন তাঁর স্ত্রী স্বাতী। তিনিও বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন। বিবাহবিচ্ছেদের মামলার মাঝে স্বাতীর দাবি, ”পুরুষদেরই ও পছন্দ করে। পুরুষদের সঙ্গেই ওর মাখামাখি বেশি। এটা আমি অনেক পরে জানতে পারি।”

আরও পড়ুন- বোর্ডের নতুন ‘ফতোয়া’! আইপিএলের মাঝেই চাপে রোহিত-কোহলিরা! জানুন বিস্তারিত

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আপাতত স্বাতীর দাবিতে সরগরম ভারতের ক্রীড়ামহল। এদিকে স্বাতী হুমকি দিয়েছেন, স্বামীর বিরুদ্ধে সব ফাঁস করে দেবেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে স্বাতী বলেছেন, ”এত কিছু আমি প্রকাশ্যে বলতাম না। পুরুষদের ও পছন্দ করে। পুরুষদের সঙ্গেই ওর মাখামাখি। আমি ওর সব ভিডিও দেখেছি। সেসব দেখার পর আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। আমি পুরুষদের সঙ্গে ওকে ঘনিষ্ঠ হতে দেখেছি। বাধ্য হয়েই এসব বলছি। সব ভিডিও আছে আমার কাছে। ও আমাকে কী কী করতে বাধ্য করত, সেগুলোও সময়মতো বলব। সহজ পথে ডিভোর্স য়েছিলাম। কিন্তু ও আমাকে বাধ্য করছে এসব করতে। কিছু কথা বাবা-মাকেও বলতে পারিনি। সেগুলো বাধ্য হয়ে এখন সোশ্যাল মিডিয়াতে বলছি।”

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
'ওর তো ছেলেদের পছন্দ', স্বামীকে ঘুঁষি মেরে ভয়ঙ্কর দাবি বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় বক্সারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল