দীপক কবাডি খেলোয়াড়। অর্জুন পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ। এবার সেই দীপক হুডার বিরুদ্ধে বড় দাবি তুললেন তাঁর স্ত্রী স্বাতী। তিনিও বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন। বিবাহবিচ্ছেদের মামলার মাঝে স্বাতীর দাবি, ”পুরুষদেরই ও পছন্দ করে। পুরুষদের সঙ্গেই ওর মাখামাখি বেশি। এটা আমি অনেক পরে জানতে পারি।”
আরও পড়ুন- বোর্ডের নতুন ‘ফতোয়া’! আইপিএলের মাঝেই চাপে রোহিত-কোহলিরা! জানুন বিস্তারিত
advertisement
আপাতত স্বাতীর দাবিতে সরগরম ভারতের ক্রীড়ামহল। এদিকে স্বাতী হুমকি দিয়েছেন, স্বামীর বিরুদ্ধে সব ফাঁস করে দেবেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে স্বাতী বলেছেন, ”এত কিছু আমি প্রকাশ্যে বলতাম না। পুরুষদের ও পছন্দ করে। পুরুষদের সঙ্গেই ওর মাখামাখি। আমি ওর সব ভিডিও দেখেছি। সেসব দেখার পর আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। আমি পুরুষদের সঙ্গে ওকে ঘনিষ্ঠ হতে দেখেছি। বাধ্য হয়েই এসব বলছি। সব ভিডিও আছে আমার কাছে। ও আমাকে কী কী করতে বাধ্য করত, সেগুলোও সময়মতো বলব। সহজ পথে ডিভোর্স য়েছিলাম। কিন্তু ও আমাকে বাধ্য করছে এসব করতে। কিছু কথা বাবা-মাকেও বলতে পারিনি। সেগুলো বাধ্য হয়ে এখন সোশ্যাল মিডিয়াতে বলছি।”