শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ সামনে। উইমেন্স প্রিমিয়ার লিগ আসন্ন। মন্ধানা সম্ভবত এই সময়টিকে আরও শক্তি সঞ্চয়ের মতো ব্যবহার করছেন। আগামী চ্যালেঞ্জ-এর জন্য নিজেকে আরও ধারালো করতে চাইছেন।
শ্রাবণ মন্ধানা ইনস্টাগ্রামে স্মৃতির নেটে অনুশীলনের একটি ছবি শেয়ার করেন, যা মুহূর্তেই ভক্তদের নজরে আসে। পোস্ট অনলাইনে ব্যাপক সাড়া পায়। অনেকেই কঠিন সময়ে নিজেকে গুটিয়ে না নিয়ে আবার কাজে ফিরে আসার জন্য তাঁর দৃঢ়তা ও প্রতিশ্রুতিকে প্রশংসা করেন।
advertisement
তাঁর বিয়ে ২৩ নভেম্বর পালাশ মুচ্ছলের সঙ্গে হওয়ার কথা ছিল। কিন্তু মন্ধানার বাবা শ্রীনিবাস হৃদ্রোগজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হওয়ায় অনুষ্ঠান স্থগিত হয়ে যায়। রবিবার মন্ধানা সামাজিক মাধ্যমে নীরবতা ভেঙে তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে চলা কয়েক সপ্তাহের জল্পনার ইতি টানেন।
তিনি সবার কাছে অনুরোধ করেন, যেন দুই পরিবারের গোপনীয়তাকে সম্মান করা হয় এবং তাদের সময় ও পরিসর দেওয়া হয় যাতে তাঁরা বিষয়টি সামলে সামনে এগিয়ে যেতে পারেন।
তিনি লিখেছেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা-কল্পনা হয়েছে এবং আমি মনে করি এই সময়ে আমার কথা বলা জরুরি। আমি খুব ব্যক্তিগত স্বভাবের মানুষ এবং সেটাই বজায় রাখতে চাই। কিন্তু আমাকে স্পষ্ট করতে হবে, বিয়েটি বাতিল করা হয়েছে। আমি এখানে এই বিষয়টি শেষ করতে চাই এবং আপনাদেরও একই অনুরোধ জানাই। অনুগ্রহ করে এই সময়ে দুই পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের নিজস্ব গতিতে বিষয়টি সামলে নিতে ও এগিয়ে যেতে প্রয়োজনীয় সময় ও পরিসর দিন।”
আরও পড়ুন- আফগান ক্রিকেটার মজেছেন বলিউড হিরোইনে! ফেব্রুয়ারিতেই বাজবে বিয়ের সানাই
ব্যক্তিগত জীবনে বিপর্যয়ের আগে মন্ধানা উইমেনস ওয়ার্ল্ড কাপ ২০২৫–এ দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। টুর্নামেন্টে ৯ ম্যাচে ৪৩৪ রান করে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রহকারী হিসেবে শেষ করেন। তাঁর গড় ছিল ৫৪.২৫, স্ট্রাইক রেট ৯৯.০৮। তাঁর নামে ছিল দুটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি।
