ভারতীয় ‘এ’ দলের ক্যাপ্টেন এবার বাংলার অভিমন্যু। ভারতের মাটিতে ইংল্যান্ড লায়ন্স দলের বিরুদ্ধে ভারতীয় এ দলকে নেতৃত্ব দেবেন অভিমন্যু। তিনিই এখন বাংলার ক্রিকেটের মুখ। তবে জাতীয় দলের ক্য়াপ্টেন্সি করায় তাঁকে আরও কিছুদিন রঞ্জি ট্রফিতে পাবে না বাংলা ক্রিকেট দল।
আরও পড়ুন- T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অধিনায়ক কে,রহস্যের ওপর থেকে পর্দা তুলল আইসিসি
advertisement
বাংলার ক্যাপ্টেন্সি করেছেন অভিমন্যু। তবে এবার কাঁধে বড় দায়িত্ব তাঁর। একের পর এক মরশুমে ঘরোয়া ক্রিকেটে চোখে পড়ার মতো ব্যাটিং করেছেন অভিমন্যু। তবে ভাগ্যের শিঁকে ছিড়ল একটু দেরি করেই। অভিমন্যু অবশ্য আগেই বলেছিলেন, তিনি হাল ছাড়বেন না।
হাল না ছাড়ার ফল শেষমেশ পেলেন বাংলার এই উদীয়মান তারকা ক্রিকেটার। ৭-২০ জানুয়ারি আমদাবাদে ইংল্যান্ডের লায়ন্স দলের বিরুদ্ধে চারদিনের টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় এ দল। ১২-১৩ জানুয়ারি হবে প্রস্তুতি ম্যাচ। সেটাও আমেদাবাদেই।
আরও পড়ুন- T-20 বিশ্বকাপে মেগা ম্যাচ গ্রুপ পর্বেই,Ind vs Pak ম্যাচ হবে নিউ ইয়র্কে,রইল সূচি
কেএস ভরত, নবদীপ সাইনি, রজত পাতিদারের মতো ক্রিকেটাররা রয়েছেন ভারতীয় এ দলে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি দুটি বেসরকারি টেস্টে ভারতীয় এ দলের ক্যাপ্টেন্সি করেছিলেন কেএস ভরত। সেই দলেও ছিলেন অভিমন্যু। ভারতীয় এ দল দুটি টেস্ট ড্র করে।