ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। ভিস্মি গুনারত্নের ২৫ রানের ইনিংস ছাড়া কোনও শ্রীলঙ্কার ব্যাটার ২০ রানের গণ্ডী টপকাতে পারেনি। কোনও বড় পার্টনারশিপ গড়ে না ওঠায় ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে কোনওমতে ৫৯ রান করে শ্রীলঙ্কা। ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন পরশভি চোপড়া। এছাড়া ২টি উইকেট নেন মান্নত কাশ্যপ ও একটি করে উইকেট নেন তিতাস সাধু ও অর্চনা দেবী।
advertisement
রান তাড়া করতে নেমে শেফালি ভার্মা ও রিচা ঘোষ দ্রুত সাজঘরে ফিরলেও ম্যাচে জয় তুলে নিতে কোনও সমস্যা হয়নি মহিলা টিম ইন্ডিয়ার। ৩ উইকেট হারিয়ে ৭.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারত। সর্বোচ্চ সৌম্যা তিওয়ারি ২৮ রান করে অপরাজিত থাকেন। শেফালি করেন ১৫ রান। শ্বেতা সেহরাওয়াত করেন ১৩ রান। রিচা ঘোষ মাত্র ৪ রান করে আউট হয়ে যান। এই জের ফলে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে উঠে এল ভারত।
আরও পড়ুনঃ 'মেসি অযোগ্য, বিশ্বকাপে সোনার বল দেওয়া ভুল সিদ্ধান্ত', বিস্ফোরক দাবি ফিফার প্রাক্তন সভাপতির
তবে এখনই ভারতের সেমিফাইনালের টিকিট নিশ্চিত বলা যাবে না। বরং এমন দাপুটে জয়ের পরেও বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন শেফালিরা। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে কোনও এক দল নিজেদের শেষ ম্যাচে না হারলে ভারতের পক্ষে শেষ চারে যাওয়া সম্ভব হবে না। ফলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পরবর্তী ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে ভারতকে।