TRENDING:

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপুটে জয় ভারতের, তারপরও অনিশ্চিৎ সেমির টিকিট

Last Updated:

অনুর্ধ্ব ১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের সিক্স রাউন্ডে শ্রীলঙ্কাতে হেলায় হারাল ভারতীয় দল। প্রথমে ব্যাট করে মাত্র ৫৯ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৭ উইকেটে জয় পায় মহিলা টিম ইন্ডিয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনুর্ধ্ব ১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের সিক্স রাউন্ডে অস্ট্রেলিয়ার কাছে হার অনেকটাই ধাক্কা দিয়েছিল ভারতীয় দলকে। সেমি ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় দরকার ছিল শেফালি ভার্মার দলের। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে দাপটের সঙ্গেই জিতল ভারতের মেয়েরা। ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে ৭ উইকেটে জয় পেল মহিলা টিম ইন্ডিয়া। কিন্তু তারপরও সেমি ফাইনালের টিকিট নিয়ে অনিশ্চয়তা দূর হল না ভারতের।
advertisement

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। ভিস্মি গুনারত্নের ২৫ রানের ইনিংস ছাড়া কোনও শ্রীলঙ্কার ব্যাটার ২০ রানের গণ্ডী টপকাতে পারেনি। কোনও বড় পার্টনারশিপ গড়ে না ওঠায় ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে কোনওমতে ৫৯ রান করে শ্রীলঙ্কা। ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন পরশভি চোপড়া। এছাড়া ২টি উইকেট নেন মান্নত কাশ্যপ ও একটি করে উইকেট নেন তিতাস সাধু ও অর্চনা দেবী।

advertisement

রান তাড়া করতে নেমে শেফালি ভার্মা ও রিচা ঘোষ দ্রুত সাজঘরে ফিরলেও ম্যাচে জয় তুলে নিতে কোনও সমস্যা হয়নি মহিলা টিম ইন্ডিয়ার। ৩ উইকেট হারিয়ে ৭.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারত। সর্বোচ্চ সৌম্যা তিওয়ারি ২৮ রান করে অপরাজিত থাকেন। শেফালি করেন ১৫ রান। শ্বেতা সেহরাওয়াত করেন ১৩ রান। রিচা ঘোষ মাত্র ৪ রান করে আউট হয়ে যান। এই জের ফলে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে উঠে এল ভারত।

advertisement

আরও পড়ুনঃ 'মেসি অযোগ্য, বিশ্বকাপে সোনার বল দেওয়া ভুল সিদ্ধান্ত', বিস্ফোরক দাবি ফিফার প্রাক্তন সভাপতির

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

তবে এখনই ভারতের সেমিফাইনালের টিকিট নিশ্চিত বলা যাবে না। বরং এমন দাপুটে জয়ের পরেও বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন শেফালিরা। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে কোনও এক দল নিজেদের শেষ ম্যাচে না হারলে ভারতের পক্ষে শেষ চারে যাওয়া সম্ভব হবে না। ফলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পরবর্তী ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে ভারতকে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপুটে জয় ভারতের, তারপরও অনিশ্চিৎ সেমির টিকিট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল